ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ সাদেকুর মারা গেছেন
২৫ মে ২০২৩ ২০:৫২
ঢাকা: নরসিংদীতে ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ সাদেকুর রহমান (৩৫) মারা গেছে। এই ঘটনায় গুলিবিদ্ধ আশরাফুল ইসলাম (২৫) নামে আরেকজন ঢাকা মেডিকেলে ভর্তি আছেন।
বৃহস্পতিবার (২৫মে) সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে মুমূর্ষু অবস্থায় সাদেকুরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, নরসিংদী থেকে সাদেক ও আশরাফুল নামে দুজনকে ঢামেক হাসপাতালে আনা হয়েছিল। এর মধ্যে সাদেক মারা গেছেন। গুলিবিদ্ধ আশরাফুল জরুরি বিভাগে ভর্তি আছেন।
নিহত সাদেকের ভাই আলতাব হোসেন জানান, তাদের বাড়ি নরসিংদী সদর উপজেলার বাদুয়ারচড় গ্রামে। বাবার নাম মো. আলাউদ্দিন মিয়া। সাদেক এলাকায় ইট বালুর ব্যবসা করতেন। তিনি জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। মিটিংয়ে যাওয়ার কথা বলে দুপুর ২টার দিকে বাড়ি থেকে বের হন।
নরসিংদী জেলা যুবদলের সভাপতি মহসিন হোসেন বিদ্যুৎ বলেন, ‘আমি ঢাকায় ছিলাম, সংবাদ শুনে ঢাকা মেডিকেলে এসেছি। তবে শুনেছি ছাত্রদলের দু গ্রুপের অভ্যন্তরীণ কোন্দলে দুইজন গুলিবিদ্ধ হন।’
এদিকে সারাবাংলার নরসিংদী জেলা প্রতিনিধি জানিয়েছেন, ছাত্রদলের নতুন কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করে পদবঞ্চিত নেতারা। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা বিএনপির কার্যালয়ের সামনে এলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় প্রতিপক্ষের ছোড়া গুলিতে গুলিবিদ্ধ হয়ে দুইজন আহত হন। আহতদের উদ্ধার করে নরসিংদী ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাদেরকে ঢাকায় পাঠানো হয়। এ সময় ঢাকায় নেওয়ার পথে আহতদের মধ্যে একজনের মৃত্যু হয়।
উল্লেখ, গত ২৬ জানুয়ারি সিদ্দিকুর রহমান নাহিদকে ছাত্রদলের সভাপতি, মাইনুদ্দিন ভূঁইয়াকে সিনিয়র সহ-সভাপতি ও মেহেদী হাসানকে সাধারণ সম্পাদক করে জেলা ছাত্রদলের ৫ সদস্য বিশিষ্ট (আংশিক) কমিটি অনুমোদন দেয় কেন্দ্রীয় ছাত্রদল। এরপর থেকে ঘোষিত কমিটি বাতিলের দাবিতে পদবঞ্চিত ছাত্রদল নেতাকর্মীরা আন্দোলন চালিয়ে আসছিলেন। এই জেরে কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবীর খোকনের চিনিশপুরের বাসভবন তথা জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে একাধিকবার হামলা ভাঙচুর ও গুলিবর্ষণের ঘটনা ঘটে।
নরসিংদী অতিরিক্ত পুলিশ সুপার ফজলে ই খোদা সাংবাদিকদের জানিয়েছেন, একজন গুলিবিদ্ধ হয়েছেন। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে তা পরিষ্কার নয়।
সারাবাংলা/এসএসআর/একে