বিএনপি নেতা চাঁদের বিরুদ্ধে চকবাজার থানায় মামলা
২৫ মে ২০২৩ ২০:১৯
ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হুমকি দেওয়ায় রাজশাহীর বিএনপি নেতা আবু সাঈদ চাঁদের বিরুদ্ধে রাজধানীর চকবাজার থানায় মামলা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ মে) ডিএমপির চকবাজার থানায় আশিকুর রহমান অনু নামে এক ছাত্রলীগের এক নেতা এই মামলা করেন।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ুম জানান, চাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। মামলা নং-৫৪।
পুলিশ জানিয়েছে, আশিকুর রহমান অনু ৭৯/২ হোসাইনী দালান রোডে বাস করেন।
গত ১৯ মে পুঠিয়ার শিবপুর উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির সমাবেশে বক্তব্য দেন আবু সাঈদ চাঁদ। এ সময় তিনি বলেন, ‘আর ২৭ দফা বা ১০ দফা নয়। শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে।
চাঁদের এমন বক্তব্যের ভিডিও ছড়িয়ে পড়লে নিন্দা ও প্রতিবাদের ঝড় ওঠে। এ নিয়ে দেশব্যাপী প্রতিবাদের ডাক দেয় আওয়ামী লীগ। তাকে গ্রেফতারের দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
এর আগে কিশোরগঞ্জ, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, যশোর ও কুমিল্লায় চাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। বৃহস্পতিবার (২৫ মে) রাজশাহী পুলিশ চাঁদকে গ্রেফতার করে। এরপর ১০ দিনের রিমান্ড আবেদন করে আদালতে নিলে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
সারাবাংলা/ইউজে/একে