Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাসিক নির্বাচন: মনোনয়নপত্র যাচাইয়ে বাদ সাত প্রার্থী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ মে ২০২৩ ১৯:৪৭

রাজশাহী: রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) নির্বাচনের কাউন্সিলর পদে মনোনয়নপত্র যাচাইয়ে বাদ পড়েছেন সাত প্রার্থী। এরমধ্যে ৩০ নম্বর ওয়ার্ডে তিনজন, ১৩, ১৭, ২২ ও ২৬ নম্বর ওয়ার্ডের একজন করে। এতে করে রাসিক নির্বাচনে মনোনয়নপত্র উত্তোলনকারী ১২৪ জনের মধ্যে ১১৭ জন প্রার্থী নির্বাচনের মাঠে একে অপরের সঙ্গে ভোট যুদ্ধে লড়বে।

বৃহস্পতিবার (২৫ মে) রাজশাহী অঞ্চলিক নির্বাচন অফিসে রাসিকের ৩০টি ওয়ার্ডের মেয়র, সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর পদের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের দিন ছিল। মেয়র পদে চারজন ছাড়াও সাধারণ কাউন্সিলর ১১৭ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৪৬ জনের মনোয়নপত্র বৈধতা পেয়েছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটায় এই ঘোষণা দেয় নির্বাচন অফিস।

বিজ্ঞাপন

রাজশাহী অঞ্চলিক নির্বাচন অফিস জানিয়েছে, রাজশাহী সিটি করপোরেশনের ১৭ নম্বর ওয়ার্ডে মনোনয়নপত্র দাখিল করেছেন চারজন। মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে বাদ পড়েছেন আইয়ুব আলী নামের এক প্রার্থী। এছাড়া ২২ নম্বর ওয়ার্ডে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে বাদ পড়েছেন সাইফুল আজীজ। ১৩ নম্বর ওয়ার্ডে দুইজনের মধ্যে একজনের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে বাদ পড়েছেন। তিনি হলেন মাসুদ রানা। এই ওয়ার্ডে আব্দুল মোমিন একমাত্র প্রার্থী থাকছেন।

অপরদিকে, ২৬ নম্বর ওয়ার্ডে সাতজন মনোনয়নপত্র দাখিল করেছেন। মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে বাদ পড়েছেন আখতারুজ্জামান। তিনি বর্তমান কাউন্সিলর। এছাড়া নির্বাচন মাঠে থাকছেন আরও ছয়জন। এছাড়া ৩০ নম্বর ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে মনোনয়নপত্র দাখিল করেছেন ছয়জন। এরমধ্যে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে বাদ পড়েছেন মো. আলাউদ্দিন, নুরুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাতুল।

বিজ্ঞাপন

রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, রাসিক নির্বাচনের কাউন্সিলর পদে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ে বাদ পড়েছেন সাত প্রার্থী। এছাড়া মেয়র ও সংরক্ষিত আসনে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ে কেউ বাদ পড়েনি। মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল করা যাবে ২৬ থেকে ২৮ মে এবং আপিল নিষ্পত্তি হবে ২৯ থেকে ৩১ মে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় আগামী ১ জুন। ২ জুন প্রতীক বরাদ্দ দেওয়া হবে। আর আগামী ২১ জুন ইভিএমে রাসিক নির্বাচন হবে।

সারাবাংলা/এনএস

রাজশাহী সিটি করপোরেশন

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর