Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিফট পদ্ধতিতেই জাবির ভর্তি পরীক্ষা শুরু ১৮ জুন

জাবি করেসপন্ডেন্ট
২৫ মে ২০২৩ ১৯:৩৬

ঢাকা: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার সময়সূচি নির্ধারণ করা হয়েছে। বিগত বছরগুলোর মতো এ বছরও শিফট পদ্ধতিতে, আগামী ১৮ জুন থেকে ২২ জুন পর্যন্ত ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পরীক্ষা কমিটি।

বৃহস্পতিবার (২৫ মে) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির এক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব ও ডেপুটি রেজিস্টার (শিক্ষা) আবু হাসান বলেন, ‘আগের মতো এ বছরও শিফট পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা ১৮ থেকে ২২ জুনের মধ্যে হবে। এছাড়া একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী ক্যাম্পাসের ভেতরে পরীক্ষা নেওয়া হবে।’

তিনি বলেন, ‘ছাত্র ও ছাত্রীদের আলাদা শিফটে পরীক্ষা নেওয়ার বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। এ বিষয়ে কিছু জটিলতা থাকায় আমরা পরে আলোচনা করব।’

এর আগে, চলতি মাসের ৯ তারিখ থেকে ভর্তি পরীক্ষার আবেদন শুরু হয়। আবেদন প্রক্রিয়া আগামী ৩১ মে পর্যন্ত চলবে। বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে গিয়ে শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। এছাড়া ভর্তি পরীক্ষার ইউনিটভিত্তিক যোগ্যতা, নম্বর বণ্টন ও ভর্তি পরীক্ষা সম্পর্কিত বিস্তারিত তথ্য juniv-admission.org ওয়েবসাইটে পাওয়া যাবে।

সারাবাংলা/একে

জাবি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর