Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুষ্টিয়ায় বাসচাপায় প্রাণ গেল ২ কলেজছাত্রের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ মে ২০২৩ ১৬:০৫

কুষ্টিয়া: কুষ্টিয়ার খোকসা উপজেলায় বাসচাপায় আবু মুছা (১৮) ও পারভেজ (২০) নামের দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৫ মে) দুপুরে উপজেলার বিলজানি ফুলতলার মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত পারভেজ খোকসার পা‌ন্টি ইউনিয়নের চৌরঙ্গী এলাকার আবু বক্করের ছেলে এবং আবু মুছা একই উপজেলার চর জগন্নাথপুর এলাকার ইসহাক আলীর ছেলে। তারা দুইজনই শমসপুর ক‌লে‌জের ছাত্র।

স্থানীয়রা জানান,  আবু মুছা ও পারভেজ মোটরসাইকেল নিয়ে খোকসা থেকে পাংশার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে বিলজানি ফুলতলা এলাকায় একটি বাস তাদের চাপা দিলে তারা দুইজনই মোটরসাইকেল থেকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের মরদেহ উদ্ধার করে।

খোকসা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা হাবিবুল্লাহ জানান, পেছন থেকে বাসের ধাক্কায় মোটরসাইকেল থেকে পারভেজ ও মুছা রাস্তায় পড়ে গেলে ওই বাসের চাপায় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছে।

তিনি আরও জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় চালককে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

সারাবাংলা/ইআ

বাসচাপায় নিহত

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর