‘মার্কিন যুক্তরাষ্ট্র শাস্তি দেওয়ার কে?’
২৫ মে ২০২৩ ১৫:৫৮ | আপডেট: ২৫ মে ২০২৩ ১৮:৪৭
সুনামগঞ্জ: পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, বাংলাদেশের নির্বাচনে কেউ অনিয়ম করলে, বাধা দিলে তাদের শাস্তির আওতায় আনা হবে। নির্বাচন কমিশনে এই বিধান আছে। মার্কিন যুক্তরাষ্ট্র শাস্তি দেওয়ার কে?
বৃহস্পতিবার (২৫ মে) দুপুরে জেলার শান্তিগঞ্জ উপজেলায় এফআইভিডিবি হলরুমে এক মতবিনিময় কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
‘সুনামগঞ্জ হাওর এলাকার সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনার নিমিত্ত সম্ভাব্যতা’ সমীক্ষা শীর্ষক প্রকল্পের উপর এই মতবিনিময় কর্মশালা আয়োজন করা হয়। এ সময় সুনামগঞ্জের জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী উপস্থিত ছিলেন।
কর্মশালায় পরিকল্পনামন্ত্রী বলেন, ‘প্রতিটি রাষ্ট্র স্বাধীন। প্রতিটি দেশের আইন ও সংবিধান আছে। মার্কিন যুক্তরাষ্ট্র স্বার্থ আছে। সারা দুনিয়াতে তারা স্বার্থের বিনিময়ে কাজ করে। আমাদের দেশ স্বাধীন, আমরা আমাদের স্বার্থ বিবেচনায় কাজ করব। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদের মুখোমুখি কোনো বিবাধ নেই। আবারও বলছি, কেউ বাংলাদেশের নির্বাচনে বাধা সৃষ্টি করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
নিত্যপণ্যের বাজার নিয়ে এম এ মান্নান বলেন, ‘ইতোমধ্যে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। বাংলাদেশে যারা পেঁয়াজের সিন্ডিকেট করেছেন তাদেরগুলো এখন পচে নষ্ট হয়ে যাবে। তাই সময় আছে, এখনই কম দামে পেঁয়াজ বিক্রি শুরু করুন।’
সারাবাংলা/পিটিএম