বিএনপি নেতা চাঁদ গ্রেফতার
২৫ মে ২০২৩ ১১:৪৩ | আপডেট: ২৫ মে ২০২৩ ১১:৪৫
রাজশাহী: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কবরে পাঠানোর হুমকি দেওয়ায় রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৫ মে) সকাল ১১টার দিকে রাজশাহী আদালত প্রাঙ্গণ থেকে তাকে গ্রেফতার করা হয়।
রাজশাহী নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রফিকুল আলম জানান, সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।
গত রোববার (২১ মে) প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কবরে পাঠানোর হুমকি দেওয়ায় রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের বিরুদ্ধে পুঠিয়া থানায় সন্ত্রাস দমন আইনে মামলা করেন স্থানীয় আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ।
এর আগে, শুক্রবার (১৯ মে) বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীর পুঠিয়া উপজেলার শিবপুর হাই স্কুল মাঠে মহানগর এবং জেলা বিএনপির জন সমাবেশে আবু সাঈদ চাঁদ প্রধানমন্ত্রীকে হুমকি দেন।
তিনি বলেন, ‘আর ২৭ দফা ১০ দফার মধ্যে আমরা নাই। এক দফা- শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। শেখ হাসিনাকে কবরে পাঠাতে হবে। শেখ হাসিনাকে পদত্যাগ করার জন্য যা যা করার দরকার আমরা করব।’
সারাবাংলা/ইআ