Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাঙামাটিতে ছুরিকাঘাতে নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ মে ২০২৩ ১১:৩৪

রাঙামাটি: রাঙামাটি শহরের রাঙাপানি মোনঘর শিশু সদন এলাকা থেকে প্রভাত চাকমা (৪২) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৪ মে) রাত ৯টার দিকে মরদেহ উদ্ধার কর হয় বলে জানায় পুলিশ।

পুলিশ জানায়, জেলা শহরের রাঙাপানির মোনঘর আবাসিক শিশু সদন ক্যাম্পাসের ভিতরে ডাইনিং হলের পাশের রাস্তায় একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে প্রভাত চাকমার মরদেহ উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। তার শরীরে হাতের বাম বাহুতে ধারালো ছুরির আঘাতের চিহ্ন রয়েছে।

জানা গেছে, নিহত প্রভাত চাকমা রাঙামাটি জেলা শহরের দেবাশীষনগর এলাকায় তার স্ত্রী ও কন্যা নিয়ে থাকতেন। তার বাড়ি খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বাবুছড়ায়।

রাঙামাটি কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুল আমিন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসাপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে কী কারণে কে বা কারা তাকে হত্যা করেছে সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি। এ ঘটনা উদ্ঘাটনে পুলিশ তদন্ত করছে।

সারাবাংলা/ইআ

মরদেহ উদ্ধার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর