Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে গৃহবধুকে খুন করার পর আগুনে পোড়ানোর চেষ্টা

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ মে ২০২৩ ২৩:৪৮

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সীতাকুন্ডে এক গৃহবধুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। হত্যা করার পর ওই গৃহবধুকে আগুনে পোড়ানোরও চেষ্টা করা হয় বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (২৪ মে) বিকেলে বাঁশবাড়িয়া ইউনিয়নের রহমতপাড়া এলাকা থেকে ওই গৃহবধুর লাশ উদ্ধার করে পুলিশ। ওই গৃহবধুর নাম রোকসানা বেগম শারমিন(১৭)। তিনি স্থানীয় আনোয়ার কিবরিয়ার স্ত্রী। ১০ মাস আগে তাদের বিয়ে হয়।

সীতাকুন্ড থানার অফিসার ইনচার্জ (ওসি) তোফায়েল আহমেদ সারাবাংলাকে বলেন, ‘লাশের খবর পেয়ে আমি পুলিশ সদস্যদের নিয়ে তখনি ঘটনাস্থলে ছুটে যাই। চারপাশে টিন দিয়ে ঘেরা একটি ঘরের ভেতরে খাটের এক পাশে চাদর মুড়ানো অবস্থায় ওই গৃহবধুর লাশ আমরা উদ্ধার করি। লাশের মাথায় তিনটি বড় আঘাত আছে।’

ওসি বলেন, ‘প্রাথমিকভাবে আমরা ধারণা করছি, ওই নারীকে প্রথমে ধারালো কিছু দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। এরপর আগুন দিয়ে লাশ পোড়ানোর চেষ্টা করা হয়েছে। লাশের ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

জানতে চাইলে সীতাকুন্ড থানার উপ-পরিদর্শক (এস আই) মো. ফারুক সারাবাংলাকে বলেন, ‘ঘরের সামনেই ভিকটিমের ভাসুরের ঘর। তারা নাকি তখন ঘুমে ছিল। মানুষের আওয়াজ শুনে তারপর তারা ঘর থেকে বের হয়েছেন। আর স্বামীর দাবি, তিনি বাইরে ছিলেন। কল পেয়ে বাড়ি এসেছেন। স্থানীয়রা বলছেন, স্বামীর বড় ভাই ও ভাবির সঙ্গে রোকসানার বনিবনা হতো না। প্রায়ই ঝগড়া হতো। আমরা সবাইকেই জিজ্ঞাসাবাদ করছি। তার স্বামী, তার বড় ভাই ও ভাবিকে জিম্মায় নিয়েছি।’

সারাবাংলা/আইসি/পিটিএম

গৃহবধূ টপ নিউজ হত্যা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর