Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাজমুন আরা’ই থাকছেন বিচার প্রশাসন ইনস্টিটিউটের ডিজি

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ মে ২০২৩ ২২:০৪

ঢাকা: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি নাজমুন আরা সুলতানাকে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক (বিজি) পদে নিয়োগের মেয়াদ এক বছর বৃদ্ধি করেছে সরকার।

বুধবার (২৩ মে) আইন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের যুগ্ম সচিব উম্মে কুলসুম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি নাজমুন আরা সুলতানাকে ২০ মে ২০২৩ থেকে ১৯ মে ২০২৪ সাল পর্যন্ত বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক পদে এক বছরের জন্য পুনঃনিয়োগ করল সরকার। ১৯৯৫ সালের বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট আইনের ১১ (২) ধারার ক্ষমতাবলে এই আদেশ জারি করা হয়।

এই পদে কর্মরত থাকাকালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারকের প্রাপ্য বেতন–ভাতা এবং অন্য সুবিধাও তিনি প্রাপ্ত হবেন।

এর আগে, ২০২১ সালের ২০ মে দুই বছরের জন্য বিচারপতি নাজমুন আরা সুলতানাকে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক পদে নিয়োগ দেয় সরকার। দেশে প্রথম নারী বিচারক, হাইকোর্টে বিভাগে ও আপিল বিভাগেও প্রথম নারী বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেন বিচারপতি নাজমুন আরা সুলতানা। ইনস্টিটিউটের মহাপরিচালক হিসেবেও নিয়োগ পাওয়া প্রথম নারী তিনি।

শিক্ষাজীবন শেষে বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ১৯৭৫ সালের ২০ ডিসেম্বর নাজমুন আরা সুলতানা মুনসেফ (সহকারী জজ) হিসেবে বিচার বিভাগে যোগ দেন। দেশ ও বিচার বিভাগের ইতিহাসে তিনিই প্রথম নারী বিচারক। ১৯৯১ সালে তিনি ব্রাহ্মণবাড়িয়ায় জেলা জজ হিসেবে যোগ দেন। ২০১১ সালের ২৩ ফেব্রুয়ারি আপিল বিভাগের বিচারপতি হিসেবে শপথ নেন বিচারপতি নাজমুন আরা সুলতানা, যা ছিল আপিল বিভাগের ইতিহাসে প্রথম কোনো নারীর বিচারপতি হওয়া। ২০১৭ সালের ৭ জুলাই তিনি অবসরে যান।

বিজ্ঞাপন

সারাবাংলা/কেআইএফ/এমও

ডিজি নাজমুন আরা বিচার প্রশাসন ইনস্টিটিউট