Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২০৪১ সালে বাংলাদেশ হবে উন্নত রাষ্ট্র: বস্ত্র ও পাটমন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ মে ২০২৩ ২১:২০ | আপডেট: ২৪ মে ২০২৩ ২১:২২

গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক, ছবি: সারাবাংলা

নারায়ণগঞ্জ: সরকারের ভিশন-২০৪১ বাস্তবায়নের মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে দেশের সকল সেক্টর একযোগে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত ও সমৃদ্ধ দেশে পরিণত হবে বলেও উল্লেখ করেন তিনি।

বুধবার (২৪ মে) বিকা‌লে জেলার রূপগঞ্জ উপ‌জেলার মুড়াপাড়া এলাকায় উপ‌জেলা প‌রিষদ মিলনায়ত‌নে এস‌ডি‌জি অর্জন ও স্মার্ট রূপগঞ্জ বিষয়ক সে‌মিনা‌রে প্রধান অতিথির বক্ত‌ব্যে বস্ত্র ও পাটমন্ত্রী এসব কথা ব‌লেন। এস‌ডি‌জি বিষয়ক মুখ্য সমন্বয়‌কের কার্যালয়, নারায়ণগঞ্জ অফিসার্স ফোরাম ও রূপগঞ্জ অফিসার্স এসোসি‌য়েশন যৌথভা‌বে এ অনুষ্ঠা‌নের আয়োজন ক‌রে।

বিজ্ঞাপন

গোলাম দস্তগীর গাজী ব‌লেছেন, ‘বর্তমান সরকারের ভিশন-২০৪১ বাস্তবায়নের মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে দেশের সকল সেক্টর একযোগে কাজ করে যাচ্ছে। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত ও সমৃদ্ধ দেশে পরিণত হবে। এ লক্ষ্যেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার কাজ করে যাচ্ছে। আওয়ামী লীগ সরকার উন্নয়নের সরকার। বর্তমান সরকারের আমলে দেশের সব ক্ষেত্রে ব্যাপক উন্নয়নমূলক কাজ হয়েছে। অতীতে কোনো সরকারের আমলে এতো উন্নয়ন হয়নি। প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা ‌দে‌শে ব্যাপক উন্নয়ন ক‌রে‌ছেন, উন্নয়‌নের এই সুফল জনগণ ভোগ কর‌ছেন।’

স্মার্ট বাংলাদেশ গড়তে হলে সকলকে ঐক্যবদ্ধভা‌বে কাজ কর‌তে হবে উল্লেখ ক‌রে তিনি ব‌লেন, ‘বর্তমান সরকার স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যেভাবে ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে, তেমনিভাবে স্মার্ট বাংলাদেশ গঠিত হবে।’

বিজ্ঞাপন

মন্ত্রী আরও ব‌লেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃ‌ত্বে বর্তমান সরকার টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। টেকসই উন্নয়নের জন্য শেখ হাসিনার কোনো বিকল্প নেই। বর্তমান সরকারের মতো টেকসই উন্নয়ন আগে কেউ করেনি।’

রূপগঞ্জ উপ‌জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান ভূঁইয়ার সভাপ‌তি‌ত্বে ও রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফয়সাল হকের সঞ্চালনায় অনুষ্ঠা‌নে উপ‌স্থিত ছি‌লেন- প্রধানমন্ত্রীর কার্যাল‌য়ের এস‌ডি‌জি বিষয়ক মুখ্য সমন্বয়ক মোহাম্মদ আখতার হো‌সেন, নারায়ণগঞ্জ অফিসার্স ফোরা‌মের সভাপ‌তি আনোয়ারুল ইসলাম সরকার ও স্বাস্থ্যসেবা বিভা‌গের প‌রিচালক ড. ইকবাল ক‌বিরসহ অনেকে।

সারাবাংলা/এনএস

টপ নিউজ বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর