Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাবি ভর্তি পরীক্ষা: বিমানের বিশেষ ৩ ফ্লাইট

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ মে ২০২৩ ২০:১৩

ঢাকা: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার্থী ও অভিভাবকদের যাতায়াতের সুবিধার কথা বিবেচনায় নিয়ে ঢাকা-রাজশাহী-ঢাকা রুটে তিনটি বিশেষ ফ্লাইটের ঘোষণা দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

বুধবার ( ২৪ মে) বিকেলে সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেন বিমানের জনসংযোগ (জিএম) তাহেরা খন্দকার।

তিনি জানান, বিশেষ ফ্লাইটগুলো আগামী ২৯, ৩০ ও ৩১ মে পরিচালনা করা হবে। ফ্লাইটগুলো ঢাকা থেকে বেলা সাড়ে ৩টায় যাত্রা করে বিকেল ৪টা ২০ মিনিটে রাজশাহীতে পৌঁছাবে। আবার রাজশাহী থেকে বিকেল পৌনে ৫টায় ছেড়ে বিকেল ৫টা ৩৫ মিনিটে ঢাকায় পৌঁছাবে। এসব ফ্লাইটের টিকিট বিমানের ওয়েবসাইট, মোবাইল অ্যাপস, সেলস সেন্টার, কল সেন্টার (০১৯৯০৯৯৭৯৯৭) ও অনুমোদিত ট্রাভেল এজেন্সি থেকে কেনা যাবে। বিমানের ওয়েবসাইট বা মোবাইল অ্যাপস থেকে টিকিট কেনার ক্ষেত্রে প্রোমো কোড NEWYEAR23 ব্যবহার করে মূল ভাড়ার ওপর ৫ শতাংশ ছাড় পাওয়া যাবে।

তাহেরা খন্দকার আরও জানান, বিশেষ ফ্লাইটের পাশাপাশি ঢাকা-রাজশাহী-ঢাকা রুটে সপ্তাহে চার দিন নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে বিমান। প্রতি শুক্র, শনি ও রোববার ঢাকা থেকে সকাল ১১টা ১৫ মিনিটে রাজশাহীর উদ্দেশে বিমানের ফ্লাইট ছেড়ে যায় এবং রাজশাহী থেকে দুপুর ১২টা ৩৫ মিনিটে ঢাকার উদ্দেশে যাত্রা করে। প্রতি বৃহস্পতিবার ঢাকা থেকে বেলা ১টা ১৫ মিনিটে রাজশাহীর উদ্দেশে এবং রাজশাহী থেকে দুপুর ২টা ৩৫ মিনিটে ঢাকার উদ্দেশে যাত্রা করে।

সারাবাংলা/এসজে/পিটিএম

বিমান বিশেষ ফ্লাইট

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর