Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পুলিশ পরিদর্শকের বিরুদ্ধে মামলা

স্টাফ করেসপেন্ডেন্ট
২৪ মে ২০২৩ ২০:০৬

ঢাকা: ঢাকা রেঞ্জ অফিসের পুলিশ পরিদর্শক মীর মো. আবুল কালাম আজাদের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে এই মামলা দায়ের করা হয়।

বুধবার (২৪ মে) দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১ এ কমিশনের উপ-পরিচালক সৈয়দ নজরুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন।

কশিমন সূত্রে জানা যায়, মীর মো. আবু কালাম দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে নিজ ও স্ত্রীর নামে মোট স্থাবর-অস্থাবর মিলিয়ে ২ কোটি ৬৬ লাখ ৩৪ হাজার ২৫২ টাকা দেখিয়েছেন। কিন্তু স্ত্রীর নামে পৃথক আয়কর নথি রয়েছে। সে কারণে স্ত্রীর সম্পদ বাদ দিয়ে অনুসন্ধানকালে মো. আবুল কালাম আজাদের নামে স্থাবর-অস্থাবর মিলিয়ে ৮৭ লাখ ৬৬ হাজার ৬৪ টাকার সম্পদ অর্জনের তথ্য পাওয়া যায়।

এর মধ্যে পারিবারিক ব্যয় ও সঞ্চয়সহ ৩০ লাখ ৫৬ হাজার ৫৩৭ টাকার সম্পদ বাদ দিলে ৫৭ লাখ ৯ হাজার ৫২৭ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জিত হয়েছে বলে দুদকের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে।

সারাবাংলা/এসজে/এমও

অবৈধ সম্পদ অর্জন পুলিশ পরিদর্শক মামলা

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর