বিএনপি নেতা মজনু কারাগারে
২৪ মে ২০২৩ ১৭:৩৩ | আপডেট: ২৪ মে ২০২৩ ১৯:০১
ঢাকা: বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম মজনুর বিরুদ্ধে রাজধানীর পল্টন থানায় দায়ের করা বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।
বুধবার (২৪ মে) বিকেলে শুনানি শেষে ঢাকা অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আসাদুজ্জামান নূরের আদালত এই আদেশ দেন।
এর আগে, মামলাটির তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার সাব-ইন্সপেক্টর শাহিন মিয়া আসামি মজনুর এক দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।
গত ২২ মে আসামি মজনুর এক দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দেন আদালত।
গত ২১ মে রাতে এক বিবৃতিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, রফিকুল আলম মজনুকে রাত ১২টার দিকে শাহজাহানপুরের বাসা থেকে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নিয়ে গেছে।
২০২২ সালের ৩ ডিসেম্বর পল্টন থানাস্থ বিএনপি কার্যালয়ের সামনে পুলিশকে লক্ষ্য করে ককটেল বিস্ফোরণের অভিযোগে পুলিশ মামলাটি দায়ের করে।
সারাবাংলা/এআই/ইআ