Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাসিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাউন্সিলর হচ্ছেন রবিউল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ মে ২০২৩ ১৬:৪৫

রবিউল ইসলাম, ছবি: সংগৃহীত

রাজশাহী: রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ছিল গতকাল মঙ্গলবার (২৩ মে)। এর মধ্যে অন্য ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বী প্রার্থী থাকলেও শুধু রাসিকের ২০ নম্বর ওয়ার্ডে রবিউল ইসলাম মনোনয়নপত্র জমা দিয়েছেন।

রবিউল ইসলাম নগরীর রাণীবাজার মুন্সিডাঙ্গা এলাকার হাতেম আলীর ছেলে। এর আগে একবার এই ওয়ার্ডে কাউন্সিলর ছিলেন তিনি। যাচাই-বাছাই শেষ হলে দ্বিতীয়বারে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাউন্সিলর নির্বাচিত হবেন তিনি।

বিজ্ঞাপন

নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, আগামীকাল বৃহস্পতিবার (২৫ মে) মনোনয়ন যাচাই-বাছাই হবে। যাছাই-বাছাই শেষ হলে প্রার্থীর সকল কাগজপত্র ঠিক থাকলে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত ঘোষণা করা হবে। যদিও ওই ওয়ার্ডে রবিউল ইসলাম বাদে অন্য কেউ মনোনয়নপত্র উত্তোলন করেননি।

রবিউল ইসলাম বলেন, ‘গত পাঁচবছরে এলাকার উন্নয়নে যথেষ্ট ভূমিকা রেখেছি। ওয়ার্ডবাসীর আস্থাও অর্জন করেছি। আমাকে ভালোবেসে তাই কেউ মনোনয়নপত্র জমা দেয়নি। আমি এলাকাবাসীর হয়েই আগামীতে আরও কাজ করতে চাই। ’

রাজশাহী আঞ্চলিক নির্বাচন অফিস জানিয়েছে, ২০ নম্বর ওয়ার্ডে মোট ভোটার ৬ হাজার ৫৭৮ জন। এর মধ্যে পুরুষ ৩ হাজার ১৪০ জন। নারী ভোটার ৩ হাজার ৪৩৮ জন।

রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে চারজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। কাউন্সিলর পদে মনোনয়ন জমা দিয়েছেন ১২৪ জন। এছাড়া সংরক্ষিত নারী কাউন্সিলর পদে মনোনয়ন জমা দিয়েছেন ৪৬ জন। আগামীকাল বৃহস্পতিবার দুপুরে মনোনয়ন যাচাই-বাছাই অনুষ্ঠিত হবে। ১ জুন মনোনয়ন প্রত্যাহার করার শেষ দিন। প্রতীক বরাদ্দ হবে আগামী ২ জুন। এরপর প্রার্থীরা প্রচারণায় নামবে। আগামী ২১ জুন ৩০টি ওয়ার্ডে সম্ভব্য ১৫২টি কেন্দ্রের ১ হাজার ১৭৩টি বুথে ইভিএমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনএস

রাজশাহী সিটি করপোরেশন

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর