Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি: চাঁদের নামে এবার কিশোরগঞ্জে মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ মে ২০২৩ ১৬:৪৭ | আপডেট: ২৪ মে ২০২৩ ১৮:৫৮

কিশোরগঞ্জ: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির অভিযোগে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে আসামি করে কিশোরগঞ্জে মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (২৪ মে) দুপুরে কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ আশফাকুল ইসলাম টিটু বাদী হয়ে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা দায়ের করেন।

মামলার বাদী সৈয়দ আশফাকুল ইসলাম টিটু বলেন, ‘বিএনপির জনসভায় প্রকাশ্যে প্রধানমন্ত্রীকে প্রাণনাশের হুমকি দেওয়া সন্ত্রাসী কাজের সমতুল্য। চাঁদ একবার নয় দু’বার প্রধানমন্ত্রীকে কবরে পাঠাতে চেয়েছেন। এরইমধ্যে তার বিতর্কিত বক্তব্যটি ভাইরাল হয়ে মানুষের হাতে হাতে। আবু সাঈদ চাঁদের বক্তব্য আমার ভালো লাগেনি। তাই আমি বাদি হয়ে মামলা করেছি।’

আইনজীবী আতিকুল ইসলাম বুলবুল বলেন, ‘আদালত মামলাটি গ্রহণ করে এফআইআরের নির্দেশ দিয়েছেন। আশা করি আমরা ন্যায়বিচার পাবো।’

এসময় উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ আফজলসহ অর্ধশতাধিক আইনজীবী, জেলা আওয়ামী লীগসহ অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সারাবাংলা/এমও

কিশোরগঞ্জে মামলা প্রধানমন্ত্রীকে হত্যা বিএনপির জনসভা হুমকিদাতা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর