Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুই মাসে রাখাইনের ৪০ গ্রামে আগুন দিয়েছে মিয়ানমার সেনাবাহিনী


১৮ ডিসেম্বর ২০১৭ ১০:৫৮ | আপডেট: ১৭ মার্চ ২০১৮ ১৬:০৪

সারাবাংলা ডেস্ক

রোহিঙ্গা ইস্যু নিয়ে সারা বিশ্ব যখন তোলপাড় তখন ভয়াবহ আরেক চিত্র ওঠে এসেছে। আজ যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ এক প্রতিবেদনে জানিয়েছে, মিয়ানমার রাখাইন রাজ্যে গত দুইমাসে ৪০টি গ্রাম পুড়িয়ে দিয়েছে দেশটির সেনাবাহিনী।

স্যাটেলাইটে তোলা ছবি বিশ্লেষণ করে সংস্থাটি এই তথ্য জানিয়েছে। সংস্থাটি জানিয়েছে, অক্টোবর ও নভেম্বর মাসে নতুন করে আরো ৪০টি গ্রামের ভবনসহ অনেক ঘরবাড়ি পুড়িয়ে দেয়া হয়েছে।

২৫শে আগস্টের পর রাখাইনে এখন পর্যন্ত ৩৫৪টি গ্রাম আংশিক কিংবা পুরোপুরি জ্বালিয়ে দেয়া হয়েছে। এই সময়ে প্রাণ ভয়ে হাজারো রোহিঙ্গা মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে এসেছে।

সারাবাংলা/ এমএইচটি

৪০ গ্রাম রোহিঙ্গা

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর