Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মগবাজার ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যাক্তির মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ মে ২০২৩ ১৫:০৩

ঢাকা: রাজধানীর মগবাজার রেলক্রসিংয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৩৫) বছরের এক ব্যক্তি মারা গেছেন।

মঙ্গলবার (২৩ মে) সকাল সাড়ে ১০টার দিকে মগবাজার বাজার রেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে।

হাতিরঝিল থানার এস আই মো. এনামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, সকালে মগবাজার বাজার রেলক্রসিংয়ে ট্রেনে কাটা পড়ে আহত অবস্থায় পরে ছিলেন ওই ব্যক্তি। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১টার দিকে তার মৃত্যু হয়।

এস আই আরও জানান, ধারণা করা হচ্ছে, ওই ব্যক্তি ভবঘুরে প্রকৃতির। তার পড়নে নীল শার্ট ও ময়লাযুক্ত চেক লুঙ্গি ছিল। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। পরবর্তী ব্যবস্থার জন্য ঢাকা রেলওয়ে থানা পুলিশকে অবহিত করা হয়েছে।

সারাবাংলা/ইআ

ট্রেনে কাটা পড়ে মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর