Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বান্দরবানে মাইন বিস্ফোরণে শ্রমিক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ মে ২০২৩ ১৪:২৯

বান্দরবান: বান্দরবানে কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট্রের (কেএনএফ) পুঁতে রাখা মাইন বিস্ফোরণে রাশেদ নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় দুলাল না‌মে আরও এক শ্রমিক আহত হন।

মঙ্গলবার (২৩‌ মে) সকালে রুমা ও থানচি উপজেলার সীমান্তবর্তী বঙ্কু পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ও আহত উভয়েই চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার সকালে নবনির্মিত সীমান্ত সড়কের পাশে জঙ্গল কাটার কাজ করছিল রাশেদ ও দুলাল। এসময় হঠাৎ মাটিতে পুঁতে রাখা মাইন বিস্ফোরণ হলে ঘটনাস্থলেই রাশেদ মারা যায় এবং দুলাল গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে থানচি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহত দুলালকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

থানচি থানার অফিসার ইনচার্জ (ওসি) এমদাদুল হক বলেন, ‘মাইন বিস্ফোরণে এক শ্রমিক নিহত ও একজন আহত হয়েছে। ঘটনাটি থানচি সীমানায় ঘটলেও এটি রুমা থানার অন্তর্গত। রেমাক্রি প্রাংশা ইউনিয়নের ৩নং ওয়ার্ডে ঘটেছে। ধারনা করা হচ্ছে কেএনএফ এর পুঁতে রাখা মাইন বিস্ফোরণে এ ঘটনা ঘটে, তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।’

সারাবাংলা/এমও

মাইন বিস্ফোরণ শ্রমিক নিহত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর