রাশিয়ার বেলগোরোডে ড্রোন হামলা
২৩ মে ২০২৩ ১৪:০৬ | আপডেট: ২৩ মে ২০২৩ ১৬:০৫
ইউক্রেনের সীমান্তবর্তী রুশ অঞ্চল বেলগোরোডে ড্রোন হামলা হয়েছে। ওই প্রদেশের গভর্নর ব্যাচেস্লাভ গ্ল্যাডকভ এই তথ্য জানিয়েছেন। এসব ড্রোন হামলায় অন্তত ৮ জন আহত হয়েছেন।
তিনি বলেন, সোমবার (২২ মে) ইউক্রেনীয় বাহিনী বিস্ফোরক বহনকারী ড্রোন দিয়ে রাশিয়ার বেলগোরোড অঞ্চলে বেশ কয়েকটি বসতি লক্ষ্য করে হামলা চালিয়েছে।
আরটি নিউজ তাকে উদ্ধৃতি করে জানায়, সোমবার রাতে ইউক্রেনীয় সীমান্ত থেকে ৭ কিলোমিটার দূরে অবস্থিত গ্রেভোরন শহরের বেসামরিক বাড়িগুলোতে বেশ কয়েকটি উন্নত বিস্ফোরক ডিভাইস ফেলা হয়েছে। এতে দুটি বাড়িতে আগুন লেগেছে,
এছাড়া সীমান্ত থেকে ২৫ কিলোমিটার দূরে বোরিসোভকার বসতিতে একই রকম হামলা হয়েছে। ওই এলাকায় একটি প্রশাসনিক ভবনে ড্রোন থেকে কমপক্ষে দুটি বোমা ফেলা হয়। কয়েক ঘণ্টা পর একই এলাকার একটি বেসামরিক বাড়িতে আরেকটি ড্রোন হামলা চালায়।
সীমান্ত পার হয়ে ইউক্রেনের এমন হামলায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে রুশ ক্রেমলিন।
সারাবাংলা/আইই