Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে রূপগঞ্জে আ.লীগের বিক্ষোভ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ মে ২০২৩ ১৮:২৪ | আপডেট: ২৩ মে ২০২৩ ১৪:১৭

নারায়ণগঞ্জ: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে সারা দেশের মতো নারায়ণগঞ্জের রূপগঞ্জে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছেন।

সোমবার (২২ মে) দুপুরে ঢাকা সিলেট মহাসড়ক ও এশিয়ান হাইওয়ে বাইপাস সড়কের গোলাকান্দাইল ও ভুলতা এলাকায় এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও গাজী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক গোলাম মূর্তজা পাপ্পা। তিনি বলেন, ‘হুমকিদাতা এবং যারা হুমকি দাতাকে প্রশ্রয় দিয়েছেন তাদের বিচার না হওয়া পর্যন্ত আমরা মাঠ ছাড়বো না।’

প্রতিবাদ সভায় আরও বক্তব্য দেন- আওয়ামী লীগ নেতা আনছর আলী, মাহাবুবুর রহমান মেহের, ইউপি চেয়ারম্যান কামরুল হাসান তুহিন, ব্যারিস্টার আরিফুল হক ভুইয়া, সালাউদ্দিন ভুঁইয়া, আওয়ামী লীগ নেতা এমায়েত হোসেন, মহিলালীগ নেতা শিলা রানী পাল, স্বেচ্ছাসেবকলীগ নেতা নাঈম ভুইয়াসহ আরও অনেকে।

রূপগঞ্জ ছাড়াও উপজেলার মুড়াপাড়া, চনপাড়া, কাঞ্চন, ইছাপুরা, ভোলাবো, তারাবো, দাউদপুরসহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল করেছেন নেতাকর্মীরা।

সারাবাংলা/এমও

আ.লীগের বিক্ষোভ প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি রূপগঞ্জ

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর