Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৪ বছরের শিশু ধর্ষণের অভিযোগে প্রতিবেশি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ মে ২০২৩ ১১:০৬

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে ৪ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে নায়েব আলী (৩৫) নামে এক প্রতিবেশি গ্রেফতার করেছে তাড়াশ থানা পুলিশ। পাশাপাশি ভুক্তভোগী শিশুকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে পুলিশ। গতকাল সোমবার (২২ মে) দুপুর ২টার দিকে তাড়াশ পৌর এলাকার রঘুনীলী গ্রামে এ ঘটনা ঘটে।

গুরুতর অসুস্থ শিশুকে উদ্ধার করে সন্ধ্যায় তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে পুলিশ। ভিকটিমের পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করেছেন তাড়াশ থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো শহিদুল ইসলাম।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ঘটনার সময় নায়েব আলী বাড়িতে একা ছিলেন। এ সময় প্রতিবেশীর সাড়ে ৪ বছরের মেয়ে শিশু বেড়াতে এলে তাকে চকলেট কিনে দেয়ার প্রলোভনে ধর্ষণ করে সে। এ সময় শিশুর চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে তাকে হাতেনাতে আটক করে অবরুদ্ধ করে রাখে। পরে ৯৯৯-এ কল করলে তাড়াশ থানা পুলিশ ঘটনাস্থল থেকে ধর্ষক নায়েব আলীকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ইফফাত আরা বলেন, ‘শিশুটিকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।’

তাড়াশ থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, ‘ভিকটিমকে উদ্ধার করে চিকিৎসার জন্য তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ছাড়াও ধর্ষক নায়েব আলীকে গ্রেফতার করা হয়েছে। সে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের কথা স্বীকার করেছে।’

ওসি আরও বলেন, ‘আগামীকাল শিশুটিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এমও

গ্রেফতার প্রতিবেশি শিশু ধর্ষণ

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর