টাঙ্গাইলে মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ মে ২০২৩ ০৯:২৫
২৩ মে ২০২৩ ০৯:২৫
টাঙ্গাইল: টাঙ্গাইলে এক মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সোমবার (২২ মে ) দিবাগত রাত ১টার দিকে শহরের পার দিঘুলীয়া সেতুর পাশে তাকে হত্যা করে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।
নিহত মাছ ব্যবসায়ীর আলী আকবর বাপ্পী (৩৩) সদর উপজেলার চর দিঘুলীয়া এলাকার দেলবর বেপারির ছেলে।
টাঙ্গাইল জেনারেল হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ এএসআই মো. আতিকুর রহমান জানান, রাতে টাঙ্গাইল সদর থানা পুলিশ বাপ্পীর মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তার মাথাসহ শরীরের বিভিন্ন অংশে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে।
সারাবাংলা/এমও