আম নিয়ে মারামারিতে প্রাণ গেল বৃদ্ধার
২৩ মে ২০২৩ ০৯:০০
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে গাছ থেকে আম পাড়া নিয়ে মারামারির মধ্যে মাথায় আঘাত পেয়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
সোমবার (২২ মে) চন্দনাইশ উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের মাইজপাড়া গ্রামের বাসিন্দা ওই বৃদ্ধার মৃত্যু হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
মাইজপাড়া গ্রামের বিলকিছ খাতুন (৭০) গত শুক্রবার আহত হয়েছিলেন বলে জানিয়েছেন চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন।
বিলকিছ ওই এলাকার সাহেব মিয়ার স্ত্রী।
ওসি আনোয়ার হোসেন জানান, গাছ থেকে আম পাড়া নিয়ে গত শুক্রবার মাইজপাড়া গ্রামে প্রতিবেশি দু’পক্ষে ঝগড়া থেকে মারামারি হয়। এর মধ্যে বিলকিছ মাথায় আঘাত পান। আহত বিলকিছকে পরিবারের সদস্যরা প্রাথমিক চিকিৎসা দিয়ে বাসায় রাখেন। সোমবার রাতে বেশি অসুস্থবোধ করলে স্বজনরা হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
খবর পেয়ে রাতেই পুলিশ লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় মঙ্গলবার সকাল পর্যন্ত থানায় কেউ কোনো অভিযোগ করেনি বলে ওসি জানান।
সারাবাংলা/আরডি/এমও