Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তালাবদ্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ মে ২০২৩ ০৮:৩৭ | আপডেট: ২৩ মে ২০২৩ ০৯:০০

বরিশাল: ঝালকাঠির রাজাপুরে তালাবদ্ধ ঘর থেকে ঝুলন্ত অবস্থায় পলাশ খন্দকার (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (২২ মে) রাত ১১টার দিকে উপজেলার মঠবাড়ি ইউনিয়নের বাঁশতলা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মারা যাওয়া পলাশ খন্দকার ওই এলাকার আবুল খন্দকারের ছেলে।

এলাকাবাসী জানায়, পলাশ মাদক সেবন করতো। এর আগেও একবার বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছিল। কয়েকদিন আগে পলাশের স্ত্রী সন্তান নিয়ে তার বাপের বাড়িতে চলে যায়। অনেক চেষ্টা করেও আর বউকে ফেরাতে পারেননি পলাশ। পরে বাড়িতে এসে সে অনেক কান্নাকাটি করতো। তবে তালাবদ্ধ ঘরে মরদেহটি উদ্ধার হওয়ায় এটি হত্যা নাকি আত্মহত্যা তা নিয়ে কেউ কিছু বলতে পারছেন না।

রাজাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) পুলক চন্দ্র রায় জানান, মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। মঙ্গলবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঝালকাঠি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে এটি হত্যা না আত্মহত্যা জানা যাবে।

সারাবাংলা/এমও

তালাবদ্ধ ঘর মরদেহ উদ্ধার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর