Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেয়র হলে সবার জন্য সমান সেবা দেব: আনোয়ারুজ্জামান চৌধুরী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ মে ২০২৩ ২৩:৩২

সিলেট: সিলেট সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হলে দলমতের ঊর্ধ্বে উঠে সব শ্রেণি ও পেশার মানুষের জন্য সমান সেবা নিশ্চিত করবেন বলে জানিয়েছেন সিলেট সিটি করপোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী।

সিলেট জেলা আইনজীবী সমিতির ২ নং হলের নিচতলায় বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সিলেটের উদ্যোগে জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ সদস্যদের সঙ্গে মতবিনিময় সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, ‘আমি মেয়র নির্বাচিত হলে সিলেটের যুবকদের আউট সোর্সিংয়ের কাজের ক্ষেত্র বাড়াতে পদক্ষেপ নেব। এ ছাড়াও সিলেটের জন্য হাইস্পিড ট্রেন, সুরমা নদী খনন, বিভিন্ন ভবনের ঝুঁকিমুক্ত করতে আন্তরিকভাবে কাজ করব।’

সিলেট জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট নিজাম উদ্দিনের সভাপতিত্বে ও জেলা আওয়ামী লীগের আইন সম্পাদক আজমল আলীর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সিলেটের চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচিত সদস্য অ্যাডভোকেট এ এফ এম রুহুল আনাম চৌধুরী মিন্টু।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট অশোক পুরকায়স্থ, সিলেটের সরকারি কৌঁসলী অ্যাডভোকেট রাজ উদ্দিন, মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট নওশাদ আহমদ চৌধুরী, সিনিয়র আইনজীবী শাহ্ মো. মোশাহিদ আলী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ সুজাত আলী রফিক, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট এ কে এম শমিউল আলম, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহফুজুর রহমান, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ শামীম আহমদ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রনজিৎ সরকার, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সরোয়ার আহমদ চৌধুরী আবদাল, অ্যাডভোকেট হোসেন আহমদ, অ্যাডভোকেট আব্দুল কুদ্দুস, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ অন্যতম নেতা অ্যাডভোকেট সামসুল ইসলাম, অ্যাডভোকেট জুবায়ের বকত জুবের।

বিজ্ঞাপন

সারাবাংলা/একে

মেয়র সিলেট সিটি

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর