Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্বাচন ছাড়াই সংসদের মেয়াদ ৫ বছর বাড়াতে ঢাবি শিক্ষকের আহ্বান

ঢাবি করেসপন্ডেন্ট
২২ মে ২০২৩ ২২:৫৩ | আপডেট: ২৩ মে ২০২৩ ১১:৩১

ঢাকা: নির্বাচন ছাড়াই আরও পাঁচবছর জাতীয় সংসদের মেয়াদ বাড়াতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক অধ্যাপক ড. আ ক ম জামাল উদ্দিন। এই মন্তব্যের কিছুক্ষণের মধ্যেই তিনি আবার বলেন, ‘পাঁচবছর না হোক; অন্তত দুই বছর বাড়ানো যেতে পারে।’

সোমবার (২২ মে) রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদের প্রকাশ্য জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

ঢাবির এই অধ্যাপক মনে করেন, করোনা মহামারি সৃষ্ট পরিস্থিতিগত কারণে জাতীয় সংসদ দুই বছর ঠিক মতো কাজ করতে পারেনি।

অধ্যাপক জামাল বলেন, ‘গত নির্বাচনের পরে করোনা মহামারির মহাদুর্যোগের ভেতর দিয়ে দেশ চলেছে। এই মহামারির কারণে বিশ্ববাসীর সঙ্গে আমরা দেশের প্রতিটি জায়গায় যে কঠিন পরিস্থিতি মোকাবিলা করেছি, সেটি কেউই অস্বীকার করতে পারবে না।’

অধ্যাপক জামাল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আহ্বান জানিয়ে বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী দেশের সুশীল সমাজসহ সবার কাছে আমার আকুল আবেদন, আগামী ছয় মাস পর যে জাতীয় নির্বাচন, সে নির্বাচন অনুষ্ঠিত করার কোনো দরকার নেই। করোনা মহামারিকে কারণ হিসেবে দেখিয়ে আপনি জাতীয় সংসদকে আরও ৫ বছরের জন্য মেয়াদ বাড়ানো করতে পারেন। কমপক্ষে দুই বছর তো হতেই পারে। কারণ করোনা দুর্যোগের কারণে জাতীয় সংসদ দুই বছর ঠিক মতো কাজ করতে পারেনি। শুধু জাতীয় সংসদই নয়, এদেশের মানুষ, ব্যবসায়ী, সরকার কেউই ঠিক মতো কাজ করতে পারেনি।’

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নিজামুল হক ভূঁইয়ার সভাপতিত্বে সমাবেশে সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. জিনাত হুদা।

বিজ্ঞাপন

রাজশাহী জেলা বিএনপির আহ্বায়কের বক্তব্য গভীর ষড়যন্ত্রের একটি অংশ উল্লেখ করে সমাবেশে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, ‘তাদের এই হুমকির বক্তব্য শুধুমাত্র জেলা পর্যায়ের একজন নেতার বক্তব্য নয়, এটি গভীর ষড়যন্ত্রের একটি অংশ। সেটির মধ্য দিয়ে তাদের নীলনকশা প্রণয়ন ও সেটির কার্যক্রম শুরু করারই একটি ইঙ্গিত।’

তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীকে যে হত্যার হুমকির দেওয়া হয়েছে, সেটির নিন্দা জ্ঞাপনের ভাষা আমাদের জানা নেই। যে ব্যক্তি বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রীকে এ ধরনের ন্যাক্কারজনক ভাষায় হত্যার হুমকি দিয়েছে সেটি একেবারেই ক্ষমার অযোগ্য বিষয়।’

সমাবেশে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. জিয়া রহমান, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আব্দুল বাছিত, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আব্দুস ছামাদ, ফার্মেসি অনুষদের ডিন অধ্যাপক সিতেশ চব্দ্র বাছার, শিক্ষক সমিতির সদস্য অধ্যাপক ড. আবু জাফর মো. শফিউল আলম ভূঁইয়া প্রমুখ।

সারাবাংলা/আরআইআর/একে

আহ্বায়ক ঢাকা বিশ্ববিদ্যালয় ঢা‌বি