Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘কিং মেকার’ সিনান অগানের সমর্থন পেলেন এরদোগান

আন্তর্জাতিক ডেস্ক
২২ মে ২০২৩ ২১:৫৯ | আপডেট: ২৩ মে ২০২৩ ০৯:০১

তুরস্কের প্রেসিডেন্ট পদের দ্বিতীয় দফা নির্বাচনে রিস্যেপ তাইয়েপ এরদোগানকে সমর্থন দিলেন আতা অ্যালায়েন্সের সিনান অগান। গত সপ্তাহে নির্বাচনে ৫ দশমিক ১৭ শতাংশ ভোট পেয়ে তৃতীয় হয়েছিলেন তিনি।

গত রোববার (১৪ মে) তুরস্কে প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচনের ভোটগ্রহণ হয়। ফলাফলে দেখা যায়, বর্তমান প্রেসিডেন্ট রিস্যেপ তাইয়েপ এরদোগান পেয়েছেন ৪৯.৫১ শতাংশ ভোট। বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টির নেতা কামাল কিলিকদারোগ্লু পেয়েছেন ৪৪.৮৮ শতাংশ ভোট। পরিষ্কারভাবে এগিয়ে থাকলেও এরদোগান ফের প্রেসিডেন্ট পদ নিশ্চিত করতে পারেননি।

বিজ্ঞাপন

তুরস্কের নিয়ম অনুযায়ী কোনো প্রেসিডেন্ট প্রার্থীই ৫০ শতাংশ ভোট নিশ্চিত করতে না পারলে শীর্ষ দুই প্রার্থীকে নিয়ে আরও একদফা নির্বাচন হবে। আগামী ২৮ মে এবারের রান অফ ভোট হওয়ার কথা রয়েছে।

এরদোগান ও কামালের রান অফ লড়াইয়ে থাকবেন না সিনান অগান। তবে তার সমর্থন বেশ গুরুত্বপূর্ণ। তিনি যে প্রার্থীকে সমর্থন দেবেন সেই প্রার্থী প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে অনেকটা এগিয়ে যাবেন। এ কারণেই বিশ্লেষকরা বলছেন, এবার তুরস্কে কিং মেকার সিনান অগান।

রান অফের এক সপ্তাহ আগেই সিনান অগান এরদোগানের প্রতি তার সমর্থন জানালেন। এতে মনে করা হচ্ছে, পঞ্চমবারের মতো প্রেসিডেন্ট হওয়ার পথ বেশ সহজ হয়ে গেছে এরদোগানের।

তবে যেহেতু ২৮ তারিখ নতুনভাবে ভোটগ্রহণ হবে তাই জোট বা সমর্থনের এ হিসাব শুধুই কাগজে কলমে। নতুন ভোটের দিন ভোটাররা যদি আগের প্রার্থী পরিবর্তন করেন তাহলে একেবারেই নতুন হিসাব দেখা যাবে। তাই রান অফের আগে এরদোগান ও কামাল নিজের ভোট ধরে রাখার পাশাপাশি প্রতিপক্ষ ও তৃতীয় প্রার্থীর ভোট নিজের দিকে টানার চেষ্টা করছেন। সে লক্ষ্যেই প্রচারাভিযান ও কৌশল সাজিয়েছেন তারা। রান অফ নির্বাচনে ইতোমধ্যে প্রবাসী তুর্কীরা ভোট দেওয়া শুরু করেছেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/আইই

কামাল কিলিকদারোগ্লু তুরস্ক রিস্যেপ তাইয়েপ এরদোগান সিনান অগান

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর