Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বাসে ধাক্কা, যুবক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ মে ২০২৩ ১৯:৫৪

মুন্সীগঞ্জ: জেলার শ্রীনগর উপজেলায় বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বাসের সঙ্গে ধাক্কা লেগে বাইকার যুবক নিহত হয়েছেন।

সোমবার (২২ মে) বিকেল ৪ টার দিকে শ্রীনগর উপজেলার বেজগাঁও স্টান্ডে এই দুর্ঘটনা ঘটে। নিহত ওই যুবকের নাম আবু তালেব (৩২)। তিনি নারায়ণগঞ্জের আড়াই হাজার থানার কান্দাপাড়া গ্রামের মৃত রেসমত আলীর ছেলে।

হাসাড়া হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের বেজগাঁও বাস স্ট্যান্ডে গাংচিল পরিবহন যাত্রী উঠানোর জন্য হঠাৎ পার্কিং করে। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল চালক তালেব গাংচিল বাসের পেছনে ধাক্কা দিলে ঘটনাস্থলাই তিনি নিহত হন। পরে হাসারা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাশ ও বাইকটি তাদের হেফাজতে নিয়ে যায়।

হাসাড়া হাইওয়ে অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা জাকির হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ ও মোটরসাইকেলটি উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সারাবাংলা ডেস্ক/পিটিএম

দুর্ঘটনা বাইক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর