জামিন পেলেন গায়ক নোবেল
২২ মে ২০২৩ ১৫:৩১ | আপডেট: ২২ মে ২০২৩ ১৬:৩৯
ঢাকা: অনুষ্ঠানে না গিয়ে এক লাখ ৭২ হাজার টাকা অগ্রিম নিয়ে প্রতারণার অভিযোগের রাজধানীর মতিঝিল থানায় দায়ের করা মামলায় আলোচিত গায়ক মাইনুল আহসান নোবেলের জামিনের আবেদন মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (২২ মে) বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিনের আদালত এই আদেশ দেন।
এদিন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের ইন্সপেক্টর হুমায়ুন কবির এক দিনের রিমান্ড শেষে আসামি নোবেলকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।
এসময় আসামি নোবেল পক্ষের আইনজীবী আব্দুল্লাহ আল মামুন জামিন চেয়ে শুনানি করেন। রাষ্ট্রপক্ষে এর বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আপসের শর্তে ৫ হাজার টাকার মুচলেকায় আসামি নোবেলের জামিনের নির্দেশ দেন।
গত ২০ মে নোবেলের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ওই দিনে গায়ক মাইনুল আহসান নোবেলকে গ্রেফতার করেন ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
অভিযোগ থেকে জানা যায়, মামলার বাদী মো. সাফায়েত ইসলাম একজন ছাত্র। মামলার বাদী ও তার বন্ধুরা মিলে গত ২৮ এপ্রিল ভেনরগঞ্জ হেডকোয়ার্টার ৫ পাইলট উচ্চ বিদ্যালয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন। অনুষ্ঠানে শিল্পী হিসেবে গান গাওয়ার জন্য নোবেলকে আহ্বান জানালে নোবেল তাদের মতিঝিল থানাধীন হিরাঝিল হোটেলের দ্বিতীয় তলায় যেতে বলে। পরে ওই হোটেলে বসে নোবেল ও মামলার বাদী পুনর্মিলনী সাংস্কৃতিক অনুষ্ঠানে গান গাওয়ার বিষয়ে আলোচনা করেন। পুনর্মিলনী অনুষ্ঠানে গান গাওয়ার জন্য নোবেল নগদ ও ব্যাংক অ্যাকাউন্টে কয়েক দফায় টাকা নেন। কিন্তু নোবেল টাকা পেয়ে অনুষ্ঠানে আর আসেননি। অনুষ্ঠানে না এসে বাদীর সঙ্গে প্রতারণা করে অনুষ্ঠানে গান না দিয়ে টাকা আত্মসাৎ করেছেন।
সারাবাংলা/এআই/এমও