প্রধানমন্ত্রীকে হুমকি: বিএনপি নেতা চাঁদের বিরুদ্ধে মামলা
২২ মে ২০২৩ ১২:৪৬ | আপডেট: ২২ মে ২০২৩ ১৫:৫৭
রাজশাহী: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কবরে পাঠানোর হুমকি দেওয়ায় রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের বিরুদ্ধে মামলা হয়েছে। রোববার (২১ মে) রাতে রাজশাহীর পুঠিয়া থানায় সন্ত্রাস দমন আইনে মামলাটি করেছেন স্থানীয় আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ।
মামলার বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীকে হুমকির প্রতিবাদে রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদের বিরুদ্ধে পুঠিয়া থানায় মামলা হয়েছে। সমাবেশের পর থেকেই তিনি পলাতক আছেন। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।’
এর আগে, শুক্রবার (১৯ মে) বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীর পুঠিয়া উপজেলার শিবপুর হাই স্কুল মাঠে মহানগর এবং জেলা বিএনপির জনসমাবেশে আবু সাঈদ চাঁদ প্রধানমন্ত্রীকে হুমকি দেন।
তিনি বলেছেন, ‘আর ২৭ দফা ১০ দফার মধ্যে আমরা নাই। এক দফা- শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। শেখ হাসিনাকে কবরে পাঠাতে হবে। শেখ হাসিনাকে পদত্যাগ করার জন্য যা যা করার দরকার আমরা করব।’
এদিকে, হুমকির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে নিন্দার ঝড় উঠে। সোমবার হুমকির প্রতিবাদে সারাদেশে বিক্ষোভ করছে আওয়ামী লীগ।
সারাবাংলা/ইআ