Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা ছাড়ল ফ্লাইনাস’র প্রথম হজ ফ্লাইট

স্টাফ করেসপন্ডেন্ট
২১ মে ২০২৩ ২৩:৩৯

ঢাকা: ফ্লাইনাস এয়ারলাইন্সের প্রথম হজ ফ্লাইট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়েছে রাত ৯টা ২৫ মিনিটে।

রোববার (২১ মে) ঢাকার হজরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৩২৫ জন যাত্রী নিয়ে এক্স ওয়াই ৫৪১২ ফ্লাইটটি ঢাকা ছাড়ে। ২২ মে স্থানীয় সময় রাত ১টা ২৫ মিনিটে ফ্লাইটি জেদ্দায় পৌঁছানোর কথা রয়েছে।

ফ্লাইনাসের উদ্বোধনী ফ্লাইট উপলক্ষে বিমানবন্দরে উপস্থিত ছিলেন- বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী, ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান, বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেন, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান, হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) এর সভাপতি শাহাদাত হোসাইন তসলিম, হজরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক কামরুল ইসলাম।

অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেন, ‘হজ যাত্রীদের যাত্রা নিরিবিচ্ছিন্ন রাখতে প্রয়োজনীয় সব ব্যবস্থা রাখা হিয়েছে। আমরা আশা করছি এবার হজ ফ্লাইটে হাজিদের কোনো সমস্যা হবে না। সেইসঙ্গে হাজিদের যেকোনো সমস্যা মন্ত্রণালয় থেকেও মনিটরিং করা হচ্ছে।’

ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান বলেন, ‘তিনটি এয়ারলাইন হজ যাত্রী পরিবহন করছে। তারা যাত্রীদের প্রতি আন্তরিক। আমরাও চাই হাজিরা নির্বিঘ্নে হজ পালন শেষে দেশে ফিরবেন। এছাড়া আমরা সবকিছু পর্যবেক্ষণ করছি। আশা করি হাজিদের সমস্যা হবে না।’

বিজ্ঞাপন

বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান বলেন, ‘বাংলাদেশি হজ যাত্রীদের সহজেই ভিসা দেওয়া হচ্ছে। বাংলাদেশেই তাদের ইমিগ্রেশন হচ্ছে। এতে হজযাত্রা নির্বিঘ্ন হচ্ছে।’

অনুষ্ঠানে কেক কেটে ফ্লাইটের উদ্বোধন করা হয়। ফ্লাইনাস’র হজ ফ্লাইটের জন্য এয়ারবাসের এ৩০০ নতুন উড়োজাহাজ ব্যবহার করা হচ্ছে। বাংলাদেশে হজ ফ্লাইটের মধ্য দিয়েই এই উড়োজাহাজের যাত্রা শুরু হলো। ফ্লাইনাস’র ফ্লাইটে বাংলাভাষী কেবিনক্রুরা দায়িত্ব পালন করবেন। ফ্লাইটে হজ যাত্রীদের দুবার খাবার পরিবেশনও করা হচ্ছে।

উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছরের ২৭ জুন (৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। শুক্রবার রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে হজযাত্রা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ থেকে হজ যাত্রী পরিবহন করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি এয়ারলাইন্স ও ফ্লাইনাস। এ বছর বাংলাদেশ থেকে সরকারি-বেসরকারি ব্যবস্থাপনায় মোট এক লাখ ২২ হাজার ২২১ জন হজ পালনে যাচ্ছেন। এর মধ্যে মোট যাত্রীর অর্ধেক পরিবহন করবে বিমান। বাকি হজযাত্রী পরিবহন করবে সৌদি এয়ারলাইন্স ও ফ্লাইনাস।

সারাবাংলা/এসজে/পিটিএম

ফ্লাইনাস হজযাত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর