Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ঢাকা-নারিতা বিমানের ফ্লাইট পরিচালনা শুরু সেপ্টেম্বরে’

স্টাফ করেসপন্ডেন্ট
২১ মে ২০২৩ ২২:৩৮ | আপডেট: ২২ মে ২০২৩ ১২:২৭

ঢাকা: বিমান আগামী ১ সেপ্টেম্বর থেকে জাপানের নারিতায় ফ্লাইট পরিচালনা করবে বলে জানিয়েছেন বাংলাদেশ বিমানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শফিউল আজিম।

রোববার (২১ মে) রাজধানীর কুর্মিটোলায় বিমানের প্রধান কার্যালয় বলাকা ভবনে জরুরি এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

শফিউল আজিম বলেন, ‘জুন থেকে আমাদের নারিতা রুটের ফ্লাইটের ব্র্যান্ডিং শুরু হবে। আগামী ১ সেপ্টেম্বর থেকে এ রুটে ফ্লাইট চলাচল করবে। শুধু নারিতা নয়, আমাদের পরিকল্পনা অনুযায়ী নারিতা থেকে ক্যালিফোর্নিয়া এবং সিডনি যাওয়ার ফ্লাইট নিয়েও আলোচনা হয়েছে। দু’দিন আগে জাপানের টিম ঢাকা ঘুরে গেছে। আমাদের থার্ড টার্মিনাল, কক্সবাজার বিমানবন্দর সম্প্রসারণ এবং এয়ারবাসের উড়োজাহাজ কেনাসহ যেসব উদ্যোগ নেওয়া হয়েছে, এসবের মাধ্যমে বিমান আরও এগিয়ে যাবে।’

তিনি বলেন, ‘জুনের দ্বিতীয় সপ্তাহে গালফ এয়ারের সঙ্গে কোড শেয়ার চুক্তি করা হবে। আর এর মাধ্যমে ঢাকা থেকে বাহরাইনে যাত্রী পরিবহনে পারস্পরিক সহযোগিতা দেওয়া হবে। কোড শেয়ারিংয়ের মাধ্যমে বাংলাদেশি যাত্রীরা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিট কাটবেন। তবে বিমানবন্দর থেকে গালফ এয়ারের প্লেনে চড়ে বাহরাইন যাবেন এই কোড শেয়ার চুক্তির মাধ্যমে।’

তিনি আরও বলেন, ‘বিমানের রয়েছে ১৭৬ জন দক্ষ ও অভিজ্ঞ পাইলট। যাদের মধ্যে চার জন বিদেশি। এছাড়াও আমাদের রয়েছে আন্তর্জাতিক মানের অভিজ্ঞ ইন্সট্রাকটর পাইলট। ড্যাশ ৮, বোয়িং ৭৩৭, বোয়িং ৭৮৭, বোয়িং ৭৭৭ অর্থাৎ বিমানের বহরে থাকা সবধরনের উড়োজাহাজের জন্য নিজস্ব ইন্সট্রাকটর পাইলট রয়েছে। দেশের পাশাপাশি বিদেশি এয়ারলাইন্সের পাইলটদের ট্রেনিং দেওয়ার জন্য বিমানের ১৪ জন ইন্সট্রাকটর পাইলট রয়েছে। বর্তমানে মঙ্গোলিয়ান এয়ারলাইন্সের বোয়িং ৭৮৭ এর পাইলটদের প্রশিক্ষণ দিচ্ছে বিমান।’

বিজ্ঞাপন

শফিউল আজিম বলেন, ‘আগামী এক বছরের মধ্যে পাইলট সংকট দূর হবে। পাইলট সংকট দূর হলে আমরা চেন্নাইয়েও ফ্লাইট পরিচালনা করব। যাত্রী সেবা দিতে আমরা সবসময় কাজ করছি। বিমান যাত্রী পরিবহন ছাড়াও গ্রাউন্ড হ্যান্ডেলিং নিয়ে কাজ করে। আমরা অবশ্যই ভালো কিছু করছি। অনেকেই বলছেন, জাপান গ্রাউন্ড হ্যান্ডেলিং করবে। কিন্তু আমরা আত্মবিশ্বাসী যে, আমরাই কাজ করব। আমাদের প্রবাসীরা সহযোগিতা করছে। বিমানকে আমরা উচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করছি।’

বিমানের নানা নিয়োগ নিয়ে দুর্নীতির অভিযোগে বিমান এমডি বলেন, ‘সম্প্রতি ৫৫০ জন কেবিন ক্রু নিয়োগ হয়েছে। কেউ দুর্নীতির অভিযোগ দিতে পারেনি। সামনে অনেক বৈমানিক নিয়োগ হবে। সেখানেও আপনারা দেখবেন কোনো ধরনের দুর্নীতি হবে না।’

সংবাদ সম্মেলনে বিমানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এসজে/পিটিএম

ফ্লাইট বিমান সেপ্টেম্বর

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর