Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রতিদিন কোটি টাকার টমেটো বিক্রি হয় যে হাটে

সোহেল রানা, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ মে ২০২৩ ১৪:৩২

ছবি: সারাবাংলা

দিনাজপুর: খাদ্য শস্যর ভাণ্ডর হিসেবে পরিচিত উত্তরের জনপদ দিনাজপুর। জেলার সদর উপজেলার বিভিন্ন এলাকায় এখন ব্যাপক পরিমাণে টমেটোর চাষ শুরু হয়েছে। আর এসব টমেটো স্থানীয় চাহিদা মিটিয়ে সরবরাহ করা হচ্ছে দেশের বিভিন্ন স্থানে। এখানে নাবি জাতের টমেটো চাষ করা হয়। এ কারণে সদর উপজেলার শেখপুরা ইউনিয়নের গাবুড়া থেকে শুরু করে মোস্তান পর্যন্ত বসে টমেটোর হাট। যেখানে টমেটো বিক্রি করতে আনেন স্থানীয় কৃষকেরা। প্রতিদিন এই বাজারে টমেটো বিক্রি হয় কোটি টাকার ওপরে। তাই এখানে একটি হিমাগার স্থাপনের দাবি কৃষকদের।

বিজ্ঞাপন

স্থানীয় কৃষক ও ব্যবসায়ীদের তথ্যমতে, প্রতিবছর এই সময় দেশের বিভিন্ন স্থান থেকে টমেটো কিনতে আসেন ২০০ থেকে ২৫০ জন পাইকার। বর্তমানে বাজারটিতে প্রতিমণ টমেটো বিক্রি হচ্ছে ৬০০ থেকে ৭০০ টাকা দরে। প্রতিদিন এখান থেকে ৫০ থেকে ৬০টি টমেটো বোঝাই ট্রাক যায় দেশের বিভিন্ন স্থানে। যা টাকার পরিমাণে কোটি টাকার ওপরে।

জেলা কৃষি সম্প্রসারণের তথ্যমতে, গত ২০২১-২২ অর্থবছরে জেলায় ১ হাজার হেক্টর জমিতে টমেটোর আবাদ হয়েছে। তবে গত বছরের থেকে এবার উৎপাদন বেশি হয়েছে টমেটোর। দুই বছর ধরে হেক্টর প্রতি উৎপাদন ছিল ৪৫ দশমিক ১১ মেট্রিক টন। তবে এবার আরও বেশি উৎপাদন হবার আশা সংশ্লিষ্টদের।

জ্যোতিষ চন্দ্র নামের একজন কৃষক বলেন, ‘এবার আমি ১ বিঘা ৫ কাঠা জমিতে নাবি জাতের টমেটো চাষ করেছি, ফলনও ভালো হয়েছে। বাড়ির পাশে বাজার হওয়ায় সহজেই আমাদের উৎপাদিত টমেটো বিক্রি করা যায়। তবে টমেটো সংরক্ষণের জন্য এলাকায় একটি হিমাগার স্থাপনের প্রয়োজন।’

তাপস চন্দ্র নামের আরও এক কৃষক বলেন, ‘বিগত বছরের থেকে এবার টমেটোর দাম ভালো পাওয়া যাচ্ছে। তবে টমেটো বিক্রি না হলে আমরা দুশ্চিতায় থাকি। তাই একটা কোল্ডস্টোরেজ বা হিমাগার দরকার। এবার ফলন বেশ ভালো হয়েছে রোগবালাই তেমন নেই।’

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. নুরুজ্জামান বলেন, ‘দিনাজপুরের উৎপাদিত টমেটো জেলার চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন স্থানে পাঠানো হয়। এবার জেলায় ১ হাজার হেক্টর জমিতে টমেটোর চাষ হয়েছে। আশা করছি আগামীতে জেলায় টমেটোর আরও চাষাবাদ বাড়বে।’

তিনি আরও বলেন, ‘শেখপুরা ইউনিয়নের আশেপাশে ৩ শতক জমিতে একটি হিমাগার স্থাপনের একটি পরিকল্পনা রয়েছে। এ বিষয়ে মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। এটি বাস্তবায়ন হলে ৩০ থেকে ৫০ মেট্রিক টন টমেটো সংরক্ষণ করা যাবে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এনএস

টপ নিউজ টমেটো দিনাজপুর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর