Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেক্সিকোতে কার রেসিং শোতে বন্দুক হামলা, নিহত ১০

সারাবাংলা ডেস্ক
২১ মে ২০২৩ ১৪:০১ | আপডেট: ২১ মে ২০২৩ ১৬:২২

ছবি: রয়টার্স

মেক্সিকোর উত্তরাঞ্চলের বাজা ক্যালিফোর্নিয়ায় একটি কার রেসিং শোতে বন্দুক হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ৯ জন আহত হয়েছেন। খবর রয়টার্স।

গতকাল শনিবার (২০ মে) স্থানীয় সময় প্রায় দুপুর ২টা ১৮ মিনিটে এ হামলার ঘটনা ঘটে। বাজা ক্যালিফোর্নিয়ায় পৌর সরকার এ তথ্য নিশ্চিত করেন।

সরকারি জরুরি সেবা ৯১১’র তথ্যমতে, এনসেনাডা শহরের সান ভিসেন্টে এলাকায় একটি অল-টেরেন কার রেসিং শো চলাকালীন এই হামলার ঘটনা ঘটে। বন্দুকধারীরা একটি ধূসর ভ্যান থেকে বেরিয়ে একটি গ্যাস স্টেশনে থাকা অংশগ্রহণকারীদের ওপর গুলি চালায়।

হামলার পর পরই পৌরসভা, রাজ্য পুলিশ, নৌবাহিনীর সদস্য, ফায়ার সার্ভিস এবং মেক্সিকান রেড ক্রসসহ অন্যান্য সংস্থা ঘটনাস্থলে ছুটে যায়।

মেয়র আরমান্দো আয়ালা রোবেলস বলেন, ‘রাজ্যের অ্যাটর্নি জেনারেল রিকার্ডো ইভান কার্পিও সানচেজ বন্দুক হামলার ঘটনা তদন্ত করার জন্য একটি বিশেষ দল গঠন করেছেন।’

সারাবাংলা/এনএস

টপ নিউজ বন্দুক হামলা মেক্সিকো

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর