সিদ্দিক বাজার ট্রাজেডি: মামলার প্রতিবেদন ২০ জুন
২১ মে ২০২৩ ১৩:৪৫
ঢাকা: রাজধানীর গুলিস্থানের সিদ্দিক বাজারে ভবনের বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আগামী ২০ জুন ধার্য করেছেন আদালত।
রোববার (২১ মে) মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। তবে এদিন মামলার তদন্তকারী কর্মকর্তা প্রতিবেদন দাখিল করেননি। এ জন্য ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম ফারাহ দিবা ছন্দা প্রতিবেদন দাখিলের জন্য নতুন করে এই তারিখ ধার্য করেন।
গত ৯ মার্চ সিদ্দিক বাজারে বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার ভবনের মালিকসহ তিনজনের দুই দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দেন আদালত। বর্তমানে স্যানিটারি ব্যবসায়ী মিন্টু জামিনে রয়েছেন। ওয়াহিদুর রহমান ও মতিউর রহমান কারাগারে রয়েছেন।
গত ৭ মার্চ গুলিস্তানের সিদ্দিকবাজারে বিআরটিসি বাসস্ট্যান্ড কাউন্টারের পাশে একটি ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটে। সর্বশেষ ফায়ার সার্ভিসের দেওয়া তথ্যমতে, বিস্ফোরণের ঘটনায় এ পর্যন্ত ২৪ জন মারা যান। এই বিস্ফোরণে আহত হয়েছেন ১২০ জনেরও বেশি।
সারাবাংলা/এআই/ইআ