Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কলাপাতা কাটা নিয়ে দ্বন্দ্বে ভাইয়ের হাতে বোন খুন, গ্রেফতার ৩

স্টাফ করেসপন্ডেন্ট
২১ মে ২০২৩ ১৩:১৫ | আপডেট: ২১ মে ২০২৩ ১৩:৫৬

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরী থেকে বোনকে হত্যার ঘটনায় ভাইসহ তিন জনকে গ্রেফতার করেছে র‍্যাব। কলাপাতা কাটা নিয়ে দ্বন্দে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে র‍্যাব।

শনিবার (২০ মে) রাতে বন্দর থানার ঈশান মিস্ত্রির হাট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার তিনজন হলেন- রেজাউল করিম (৩৫), নাসিমা আকতার (৩৪) ও ছখিনা খাতুন (৫০)।

র‍্যাব-৭ চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবসার সারাবাংলাকে জানান, গত ১৭ মে চট্টগ্রামের আনোয়ারায় কলাপাতা কাটাকে কেন্দ্র করে বোনকে লোহার রড ও লাঠি নিয়ে মাথা, বুক এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে গুরুতর আহত করে চাচাত ভাইসহ কয়েকজন। পরে গুরুতর আহত অবস্থায় ভিকটিমকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তিনি মারা যান। এ ঘটনায় ভিকটিমের ভাই মো. আমিন বাদী হয়ে আনোয়ারা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

তিনি আরও জানান, গোপন সংবাদে খবর পেয়ে আসামিদের বন্দর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য আনোয়ারা থানায় হস্তান্তর করা হয়েছে।

সারাবাংলা/আইসি/এমও

কলাপাতা কাটা গ্রেফতার টপ নিউজ ভাইয়ের হাতে বোন খুন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর