Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্বাধীনতার স্বপক্ষের সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান

সিনিয়র করেসপন্ডেন্ট
২০ মে ২০২৩ ২২:২০

ঢাকা: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে স্বাধীনতার স্বপক্ষের সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বঙ্গবন্ধু সমাজকল্যাণ পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস এম বাহালুল মজনুন চুন্নু। একই সঙ্গে স্বাধীনতা বিরোধী চক্রের ষড়যন্ত্রের বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

শনিবার (২০ মে) রাজধানীর শাহবাগে নিজস্ব কার্যালয়ে বঙ্গবন্ধু সমাজ কল্যাণ পরিষদ ঢাকা মহানগর আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি।

বিজ্ঞাপন

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু সমাজ কল্যাণ পরিষদ ঢাকা মহানগর কমিটির সভাপতি মোহাম্মদ আবদুল হক হায়দার।

মতবিনিময় সভায় বাহালুল মজনুন চুন্নু বলেন, ‘বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবায়ন করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। লক্ষ্য একটিই দেশের মানুষের মুখে হাসি ফোটানো।’

তিনি আরও বলেন, ‘আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে স্বাধীনতাবিরোধী শক্তি ষড়যন্ত্র করে বিভেদ সৃষ্টি করবে। তাদের ষড়যন্ত্র হাসিল করার জন্য নানা ফাঁদ পাতবে। ওই ফাঁদে কাউকে পড়া যাবে না। সবাইকে সতর্ক থাকতে হবে।’

প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে সবাইকে ঔক্যবদ্ধ থেকে কাজ করার আহ্বান জানান তিনি।

মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন বঙ্গবন্ধু সমাজ কল্যাণ পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক এ বি এম শফিউল আলম বুলু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. অসীম কুমার সরকার, অধ্যাপক ড. সন্তোষ কুমার দে ও মহানগরের নেতা মো. নাজিম উদ্দিন তালুকদার, ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল কাফি প্রমুখ।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইএইচটি/একে

মুক্তিযুদ্ধ স্বাধীনতার শক্তি