Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গায়ক নোবেল একদিনের রিমান্ডে

স্টাফ করেসপন্ডেন্ট
২০ মে ২০২৩ ১৭:৫৭ | আপডেট: ২০ মে ২০২৩ ২০:৫৫

ঢাকা: অনুষ্ঠানে না গিয়ে এক লাখ ৭২ হাজার টাকা অগ্রিম নিয়ে প্রতারণা করার মামলায় গায়ক মাইনুল আহসান নোবেলকে একদিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

শনিবার (২০ মে) বিকেলে শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আহমেদ হুমায়ুন কবীর এই আদেশ দেন।

এর আগে, মামলাটির তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের ইন্সপেক্টর হুমায়ুন কবির আসামি নোবেলকে আদালতে হাজির করে তিনদিনের রিমান্ড আবেদন করেন

এদিন আসামিপক্ষের আইনজীবী আব্দুল্লাহ আল মামুন রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। উভয়পক্ষের শুনানি শেষে আসামি নোবেলকে একদিনের রিমান্ডে পাঠানো হয়।

আজ শনিবার (২০ মে) গায়ক মাইনুল আহসান নোবেলকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

মামলার অভিযোগ থেকে জানা যায়, মামলার বাদী মো. সাফায়েত ইসলাম একজন ছাত্র। মামলার বাদী ও তার বন্ধুরা মিলে গত ২৮ এপ্রিল ভেদরগঞ্জ হেডকোয়ার্টার ৫ পাইলট উচ্চ বিদ্যালয়ের এস এস সি ব্যাচ ২০১৬ এর প্রথম পুনর্মিলনী তথা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন। ওই অনুষ্ঠানে গান গাওয়ার জন্য নোবেলের সঙ্গে আয়োজকরা চুক্তি করেন। চুক্তি অনুযায়ী নোবেলকে সম্পূর্ণ টাকাও পরিশোধ করা হয়। কিন্তু নোবেল অনুষ্ঠানে না গিয়ে অর্থ আত্মসাৎ ও প্রতারণা করেছে বলে মামলার বাদী অভিযোগ করেন।

সারাবাংলা/এআই/একে

গায়ক নোবেল টপ নিউজ প্রতারণা রিমান্ড

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর