Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘টাকা নিয়ে গান গাইতেন না নোবেল, করতেন প্রতারণা’

সিনিয়র করেসপন্ডেন্ট
২০ মে ২০২৩ ১৭:০৬

ঢাকা: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, বিভিন্ন অনুষ্ঠানে যাওয়ার কথা বলে টাকা নিতেন গায়ক মাইনুল আহসান নোবেল। কিন্তু তিনি গান গাইতে যেতেন না।

শনিবার (২০ মে) দুপুরে রাজারবাগ পুলিশ লাইন্সে ‘ডিএমপি মেধাবৃত্তি ও উচ্চশিক্ষা সহায়ক বৃত্তি প্রদান অনুষ্ঠান-২০২২’-এ সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এসব কথা বলেন তিনি। এদিন ৯৩৩ জন পুলিশ সদস্যের সন্তানদের মাঝে বৃত্তি প্রদান করা হয়।

বিজ্ঞাপন

খন্দকার গোলাম ফারুক বলেন, ‘নোবেলের নামে একটা প্রতারণা মামলা হয়েছে। একটা অনুষ্ঠানে যাওয়ার কথা বলে টাকা নিয়েছিলেন। কিন্তু যান নাই। ফলে তারা রাজধানীর মতিঝিল থানায় একটি মামলা করেছেন। সেজন্য তাকে গ্রেফতার করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমাদের কাছে এমন তথ্য আছে, তিনি বিভিন্ন অনুষ্ঠানে যাওয়ার কথা বলে টাকা নেন, কিন্তু যান না। এমন অনেক অভিযোগ। এটা প্রতারণার শামিল।’

সারাবাংলা/ইউজে/পিটিএম

মাইনুল আহসান নোবেল

বিজ্ঞাপন

ফর্মে ফিরেও বাবরের আক্ষেপ
৬ জানুয়ারি ২০২৫ ১২:২১

কুরস্কে ইউক্রেনের নতুন হামলা
৬ জানুয়ারি ২০২৫ ১১:৪৯

আরো

সম্পর্কিত খবর