‘মির্জা ফখরুল দিনক্ষণটা বলুন, কবে সরকারের সময় শেষ’
২০ মে ২০২৩ ১৫:৩৯ | আপডেট: ২০ মে ২০২৩ ১৮:৩১
ঢাকা: সরকারের সময় শেষ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সময়টা কত দিন? আর কত সময় পাব? দিনক্ষণটা একটু বলুন, ১০ বছর ধরে তো শুনতে পাচ্ছি সরকারের সময় শেষ! এই সরকারের সময় কত এইটা জানেন মহান সৃষ্টিকর্তা। এই সরকারের সময় কত এইটা জানেন এ দেশের জনগণ। এই সরকারের পরিবর্তন হবে কিনা সেটা নির্ধারণ করবে বাংলাদেশের জনগণ এবং আল্লাহ পাক।
শনিবার (২০ মে) দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আওয়ামী ওলামা লীগের প্রথম ত্রিবার্ষিক জাতীয় সম্মেলনে এ কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি আছে সরকার পতনের আন্দোলন নিয়ে আর আওয়ামী লীগ আছে জনগণের জানমাল রক্ষার আন্দোলনে। দেশের মানুষ মনে করে শেখ হাসিনা ক্ষমতায় থাকলে পথ হারাবে না বাংলাদেশ।’
তীব্র বেগে নাকি ঝড় আসবে বিএনপি মহাাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘তীব্র বেগে নাকি ঝড় আসছে? সেই ঝড় শেখ হাসিনার গদি উল্টে দেবে? সঙ্গে অবশ্য কত নম্বর বিপদ সংকেত সেটা বলেননি? এই ঝড়ের কথা শুনে যাচ্ছি ১০ বছর ধরে? ১০ বছর ধরে শুনছি আর সময় নাই? সরকারের সময় নাই? দেখতে দেখতে ১৪ বছর, ঝড় হবে কোন বছর? সরকার যাবে কোন বছর?’
ওবায়দুল কাদের আরও বলেন, ‘কয়েকদিন আগে ঘূর্ণিঝড় মোখা হয়ে গেল। আল্লাহ যারে বাঁচায় কেউ তারে মারতে পারে না? বাংলাদেশকে আল্লাহই বাঁচিয়ে দিয়েছে। শেখ হাসিনা ভাগ্যবতী। আল্লাহর ঈমানদার বান্দা। সে জন্য বাংলাদেশ ১০ নম্বর মহাবিপদ সংকেতের মধ্যেও তেমন ক্ষয়ক্ষতি সম্মুখীন হয়নি।’
বিএনপি নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘কবে সময় শেষ আর সময় নাকি দেবেন না? দিন তারিখ সময় বলেন আমরাও একটু তৈয়ার হই? কিভাবে ঝড় আসবে ঠাকুরগাঁও থেকে আসে না লন্ডন থেকে আসে? কোথা থেকে ঝড় আসবে সেটা একটু বলে দিন? কত নম্বর বিপদ সংকেত তাও বলে দিন? সরকারকে বিদায় দিবেন সরকারেরও তো একটু প্রস্তুতি আছে?’
ওবায়দুল কাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ্য করে বলেন, ‘আমি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে বিএনপির মহাসচিবের কাছে জানতে চাই, সময়টা কত দিন? আর কত সময় পাব? দিনক্ষণটা একটু বলুন? ১০ বছর ধরে তো শুনতে পাচ্ছি সরকারের সময় শেষ! এই সরকারের সময় কত এইটা জানেন মহান সৃষ্টিকর্তা। এই সরকারের সময় কত এইটা জানেন এ দেশের জনগণ। এই সরকারের পরিবর্তন হবে কিনা সেটা নির্ধারণ করবে বাংলাদেশের জনগণ এবং আল্লাহ পাক।’
ওলামা লীগের নেতাকর্মীদের ওবায়দুল কাদের বলেন, ‘দলাদলি করবেন না। বদনাম করবেন না। ওলামা লীগের নামে কোনো চাঁদাবাজি করবেন না। টাকা পয়সা যদি লাগে আমাকে বলবেন। আমি নেত্রীকে বলে টাকা-পয়সার ব্যবস্থা করে দিব। নেত্রী আপনাদের খরচ বহন করবেন। কিন্তু আপনাদেরকে বঙ্গবন্ধুর আদর্শ ও শেখ হাসিনার আদর্শ মেনে সংগঠনকে সুশৃংখল ও আদর্শবান সংগঠন হিসেবে গড়ে তুলতে হবে।’
ওলামা লীগের সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ককে এম আব্দুল মোমিন সিরাজীর সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য দেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপ।
সারাবাংলা/এনআর/ইআ