Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুষ্টিয়ায় জুয়া খেলা নিয়ে সংঘর্ষ, নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ মে ২০২৩ ১২:১৭ | আপডেট: ২০ মে ২০২৩ ১৬:৫৩

কুষ্টিয়া: কুষ্টিয়া সদর উপজেলার হরিপুরে ক্যারামবোর্ডের জুয়া খেলা নিয়ে বিরোধে দুই গ্রুপের সংঘর্ষে ওমর আলী (৬৫) ও মিরাজ হোসেন (৫০) নামের দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় নারী-পুরুষসহ আহত হয়েছেন অনন্ত আটজন। আহতরা কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

শুক্রবার (১৯ মে) রাত ৮টার দিকে হরিপুর ইউনিয়নের বোয়ালদহ গ্রামের কান্তিনগর মোড়ে এ ঘটনা ঘটে।

নিহত ওমর আলী কান্তিনগর এলাকার আবুল খায়েরের ছেলে ও মিরাজ হোসেন শুকলাল সর্দারের ছেলে।

স্থানীয়রা জানান, শুক্রবার রাত ৮টার দিকে কান্তিনগর মোড়ে আরিপের দোকানের ক্যারামবোর্ডে টাকা দিয়ে কয়েকজন জুয়া খেলা শুরু করেন। খেলা চলাকালে ওমর আলী ও মিরাজ আলীর মধ্যে বিরোধ শুরু হয়। একপর্যায়ে কথাকাটাকাটি, ধাক্কাধাক্কি শুরু হলে স্থানীয় একজন পুলিশকে খবর দেয়। কুষ্টিয়া মডেল থানার পুলিশ এসে জুয়াড়িদের ছত্রভঙ্গ করে দেয়। এরপর পুলিশ থানায় ফেরত গেলে মিরাজ দেশীয় অস্ত্রসহ কয়েকজনকে সঙ্গে নিয়ে ওমর আলীর ওপর হামলা চালায়।

এ সময় ওমর আলীর পক্ষের লোকজনও দেশীয় অস্ত্র নিয়ে এগিয়ে এলে দুই পক্ষের মধ্যে সংর্ঘষ হয়। এতে দেশীয় ধারালো অস্ত্রের কোপে উভয় পক্ষের অন্তত ১০ জন জখম হয়। হাসপাতালে নিলে প্রথমে ওমর আলী ও পরে মিরাজ আলীকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। আহত আঞ্জুয়ারা খাতুন, কারিবুল ইসলাম, বাবুল হোসেন, মান্নান, আব্দুল মান্নান, সহিদ হোসেনসহ আটজন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহাদাৎ হোসেন নিহতের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ক্যারামবোর্ডে টাকা দিয়ে জুয়া খেলাকে কেন্দ্র করে এই হতাহতের ঘটনা ঘটেছে। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সংঘর্ষের পরে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এই ঘটনায় কয়েজনকে আটক করা হয়েছে এবং দোষীদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে। নিহত দুইজনের মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইআ

জুয়া খেলা নিহত ২

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর