এবার ভারতে ২০০০ রুপির নোট বাতিল
১৯ মে ২০২৩ ২০:৩৬ | আপডেট: ২০ মে ২০২৩ ০৮:৪৩
আবারও নোট বাতিলের সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। এবার ২০০০ রুপির নোট বাজার থেকে তুলে নেবে দেশটির কেন্দ্রীয় ব্যাংক। তবে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বর্তমান এই নোট চলবে। এর মধ্যে নোটগুলো হয় ভাঙাতে হবে অথবা ব্যাংকে জমা দিতে হবে।
শুক্রবার (১৯ মে) ভারতের কেন্দ্রীয় রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই) এ ঘোষণা দিয়েছে।
আরবিআই জানিয়েছে, আগামী ২৩ মে থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ব্যাংকগুলো ২০০০ রুপির নোট সংগ্রহ করবে। তবে এখন থেকেই ২০০০ রুপির নোট আর গ্রাহকদের না দিতে ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।
২০১৬ সালের নভেম্বর থেকে ২০০০ রুপির নোট ছাপানো শুরু করে ভারতের কেন্দ্রীয় ব্যাংক। সেবার ৫০০ এবং ১ হাজার টাকার নোট বাতিল করেছিলে নরেন্দ্র মোদির নতুন সরকার।
রাতারাতি নোট বাতিলের জেরে শোরগোল পড়ে গিয়েছিল ভারতে। বাজারে অর্থপ্রবাহ ঠিক রাখতে ২০০০ রুপির নোট প্রচলন করলেও ২০১৮ সালেই তা ছাপানো বন্ধ করে দেওয়া হয়। প্রচলনের ৭ বছরের মাথায় এবার ২০০০ রুপির নোট তুলে নিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। আরবিআই জানিয়েছে, বাজারে ৫০০ ও ১ হাজার রুপির নোটের যথেষ্ট যোগান আছে, তাই নতুন করে আর ২০০০ রুপির নোট ছাপানো হবে না।
সারাবাংলা/আইই