Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

একটুখানি ঝামেলা হয়েছে: বাণিজ্যমন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ মে ২০২৩ ১৭:১৯

রংপুর: বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, কাঁচাবাজারের সবকিছু আমরা নিয়ন্ত্রণ করি না। বিভিন্ন মন্ত্রণালয় রয়েছে। বাজারের সার্বিক পরিস্থিতি খুব যে খারাপ তা কিন্তু নয়। দুটোতেই (পেঁয়াজ, চিনি) একটুখানি ঝামেলা হয়েছে।’

শুক্রবার (১৯ মে) সকালে দুই দিনের সফরে রংপুর এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘আপাতত ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ রয়েছে। আগামী দুই একদিনের মধ্যে পেঁয়াজের দাম না কমলে পেঁয়াজ আমদানি করা হবে।’

চিনির দাম প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘সরকার নির্ধারিত দামে চিনি বিক্রি নিশ্চিত করতে ভোক্তা অধিকার কাজ করছে। আশা করছি পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে।’

এসময় উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য হোসনে আরা লুৎফা ডালিয়া, পীরগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু নাসের শাহ মো. মাহবুবার রহমান, রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন, মেট্রোপলিটন কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ রহমানসহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

সারাবাংলা/এমও

টপ নিউজ টিপু মুনশি বাণিজ্যমন্ত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর