Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কর্ণফুলীতে নিখোঁজের ৩ দিন পর মিলল লাশ

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ মে ২০২৩ ১৬:০৩

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের কর্ণফুলী নদী থেকে নিখোঁজের তিনদিন পর এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নদীতে মাছ ধরতে গিয়ে ওই ব্যক্তি নিখোঁজ হয়েছিলেন বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (১৯ মে) সকালে রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সিকদার পাড়া নদীঘাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মৃত জগদীশ দাশ (৪০) রাঙ্গুনিয়া পৌরসভা ২ নম্বর ওয়ার্ড়ের বাচাশাহ নগর মহত্তরখীল পাড়া গ্রামের মৃত শশিন্দ্র দাশের সন্তান।

রাঙ্গুনিয়া থানার পরিদর্শক (তদন্ত) খান নুরুল ইসলাম সারাবাংলাকে জানান, গত বুধবার (১৭ মে) দুপুরে কাউখালী হযরত কাঙ্গালী শাহ্ মাজারের পাশে নদীতে মাছ ধরতে গিয়ে জাল ফেলার সময় নৌকা থেকে ছিটকে পড়ে নিখোঁজ হন জগদীশ। পরে ওইদিন এবং এর পরের দিন বৃহস্পতিবার (১৮ মে) ফায়ার সার্ভিস, পুলিশ ও তার স্বজনরা তাকে খুঁজে পেতে নদীর বিভিন্ন পয়েন্টে খোঁজ করেন।

‘শুক্রবার সকালে স্থানীয় এক ব্যক্তি নদীতে গোসল করতে গেলে নদীর পাড়ে লাশের মত কিছু একটা দেখতে পান। তার ডাকে এলাকার আরও লোকজন গিয়ে ওই মরদেহ উদ্ধার করে পাড়ে নিয়ে আসেন। পরে আমরা গিয়ে লাশ উদ্ধার করি।’

তিনি আরও বলেন, ‘লাশের গায়ে কোনো আঘাতের চিহ্ন ছিল না। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আমরা ময়নাতদন্ত ছাড়াই লাশ তাদের কাছে হস্তান্তর করেছি।’

সারাবাংলা/আইসি/এনএস

কর্ণফুলী নদী চট্টগ্রাম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর