Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জমে থাকা বিল চূড়ান্ত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ

স্পেশাল করেসপন্ডেন্ট
১৮ মে ২০২৩ ২০:৩৫ | আপডেট: ১৮ মে ২০২৩ ২৩:৩৭

ফাইল ছবি

ঢাকা: যে সব বিল নীতিগত অনুমোদন হয়েছে সেগুলো চূড়ান্ত অনুমোদনের জন্য মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করতে মন্ত্রিপরিষদ সচিবকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (১৮ মে) সকাল ১১টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভা বৈঠক অনির্ধারিত আলোচনায় প্রধানমন্ত্রী এই নির্দেশ দেন বলে সচিব জানান। আগামী সপ্তাহে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে এ বিষয় নিয়ে বৈঠক করবেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহাবুব হোসেন।

বিজ্ঞাপন

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘এ পর্যন্ত যেসব সিদ্ধান্ত মন্ত্রিসভা থেকে নেওয়া হয়েছে, সেই সিদ্ধান্তগুলো এ সরকার থাকাকালেই সংসদে উপস্থাপন করতে হবে। সেগুলো সংসদ পাস করলে পাস হবে, না করলে হবে না। আমরা যেন দ্রুত সময়ের মধ্যে বিলগুলোর বিষয়ে সংসদের সিদ্ধান্ত নিতে পারি তা করা হবে।’

সারাবাংলা/এএইচএইচ/একে

জাতীয় সংসদ বিল মন্ত্রিপরিষদ সচিব

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর