Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বরিশাল সিটি নির্বাচন: কারাগারে থাকা মান্নার মনোনয়ন বাতিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ মে ২০২৩ ১৪:৫৯

বরিশাল: আসন্ন বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচনে কারাগার থেকে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী সদ্য বিলুপ্ত হওয়া মহানগর ছাত্রলীগের আহ্বায়ক রইজ আহম্মেদ মান্না। তবে বাছাইয়ে তার মনোনয়নপত্র বাতিল হয়েছে।

বৃহস্পতিবার (১৮ মে) দুপুরে সহকারী রিটার্নিং কর্মকর্তা (১, ২, ৩ নম্বর ওয়ার্ড) জিয়াউর রহমান খলিফা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘২ নম্বর ওয়ার্ড থেকে আট প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে মান্নাসহ তিনজনের মনোনয়ন বাতিল হয়েছে। অপর দুইজন ইমরান হোসেন সজিব ও মুন্না হাওলাদার। খেলাপি, স্ব-শরীরে উপস্থিত না থাকা ও সমর্থনকারীর তথ্যে গরমিল থাকায় মান্নার মনোনয়নপত্র বাতিল হয়েছে।’

প্রসঙ্গত, গত ১৬ মে মনোনয়নপত্র ক্রয় ও জমার শেষ দিনে কারাগারে থাকা মান্নার পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হয়। নৌকা প্রতীকের মেয়র প্রার্থীর সমর্থকদের মারধরের এক মামলায় কারাগারে রয়েছেন তিনি।

সারাবাংলা/ইআ

মনোনয়ন বাতিল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর