ইমরান খানের জামিনের মেয়াদ আরও বাড়ল
১৮ মে ২০২৩ ০৮:৫০
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের জামিনের মেয়াদ আগামী ৩১ মে পর্যন্ত বাড়ানো হয়েছে।
দেশটির সংবাদমাধ্যম ডন এ খবর জানিয়েছে।
খবরে বলা হয়, ইসলামাবাদ হাইকোর্টের আদেশ অনুযায়ী, ইমরানের বিরুদ্ধে যেসব মামলা দায়ের করা হয়েছে, তার একটিতেও গ্রেফতার করা যাবে না পাকিস্তান তেহরিক-ই ইনসাফের (পিটিআই) প্রধানকে।
এর আগে গত ১২ মে আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় ইমরান খানকে দু’সপ্তাহের জামিন দিয়েছিলেন ইসলামাবাদ হাইকোর্ট। আদালতের সেই আদেশ অনুযায়ী এ মামলার প্রধান আসামি ইমরান খানের জামিনের মেয়াদ ছিল ২৬ মে পর্যন্ত।
গত ১৬ মে ইসলামাবাদ হাইকোর্টে ইমরান খানের পক্ষে জামিনের মেয়াদ বাড়ানোর পিটিশনটি জমা দেন তার আইনজীবী ব্যারিস্টার গওহর। বুধবার (১৭ মে) সেই পিটিশনের ওপর শুনানি হয়। শুনানিতে পরক্ষোভাবে পিটিশনকে সমর্থন করে রাষ্ট্রপক্ষের আইনজীবী ও পাকিস্তানের অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুনাওয়ার দুগাল এবং ইসলামাবাদের অ্যাডভোকেট জেনারেল জাহাঙ্গীর জাদুন জানান, আলোচিত এই মামলা পরিচালনার জন্য প্রয়োজনীয় সাক্ষ্য-প্রমাণ জোগাড় করতে আরও সময় প্রয়োজন রাষ্ট্রপক্ষের।
শুনানি শেষে বিচারপতি মিঞাগুল হাসান আওরঙ্গজেব আগামী ৩১ মে পর্যন্ত আল-কাদির ট্রাস্ট মামলায় ইমরান খানের জামিন মঞ্জুর করেন।
গত ৯ মে ইসলামাবাদ হাইকোর্টে দু’টি মামলার শুনানিতে হাজিরা দিতে এসে গ্রেফতার হন ইমরান খান। পাকিস্তানের সীমান্তরক্ষী ও আধাসামরিক বাহিনী রেঞ্জার্স এবং কেন্দ্রীয় তদন্ত সংস্থা ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরো’র (ন্যাব) একটি যৌথ দল আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় হাইকোর্ট ভবন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের ঘটনাকে কেন্দ্র করে সহিংস বিক্ষোভ ছড়িয়ে পড়েছিল দেশজুড়ে। এতে অন্তত ৮ জন নিহত হয়। ইমরানের হাজার হাজার সমর্থক বিভিন্ন সরকারি ভবন এবং সেনা সদরদফতরে আগুন দেয়।
সামরিক বাহিনীর দাবি, গ্রেফতারকে কেন্দ্র করে সহিংসতা ও হামলা ঘটনা ছিলো পূর্বপরিকল্পিত এবং এসব ইমরানের খানের নির্দেশেই হয়েছে। তবে এমন অভিযোগ অস্বীকার করেছেন ইমরান খান। তিনি ঘটনা তদন্তের দাবি জানিয়েছেন।
সারাবাংলা/এনইউ