‘স্যাংশন ভয় পাই না, জনগণের শক্তিতে বড় গলায় কথা বলি’
১৭ মে ২০২৩ ২৩:১৭
ঢাকা: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আমাদের ক্ষমতার উৎস বাংলাদেশের জনগণ। স্যাংশন আমরা ভয় পাই না। আমরা জনগণের সঙ্গে আছি। তাদের শক্তি নিয়ে আমরা বড় গলায় কথা বলি। কাজেই হুমকি-ধামকি দেবেন না। ইলেকশন ভালো না লাগলে আপনি না আসবেন। আমরা জোর করে কাউকে আনব না। কিন্তু ইলেকশন হতে দেবেন না; এটা কি বাপ-দাদার সম্পত্তি আপনাদের। ইলেকশন হতে দেবেন না, এত বড় আস্ফালন করার শক্তি পেলেন কোথায়?
বুধবার (১৭ মে) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘স্বদেশ প্রত্যাবর্তন দিবস’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভার বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও আমির খসরু মাহমুদ চৌধুরীর উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘সারা দুনিয়া শেখ হাসিনার প্রশংসা করে। কিন্তু এই বাংলাদেশে একটি মহল শত্রুতার বশে বারে বারে তার ভালো কাজকে নিন্দা করে। ভালো কাজের বিরূপ সমালোচনা করে। একটা ধন্যবাদ জানানোর মনও তাদের নেই। বিএনপি নেতাদের মন ছোট। বাংলাদেশের বড় অর্জনে প্রশংসা করতে এরা জানে না। এরা ছোট মনের মানুষ। সেজন্য বিদেশে বাংলাদেশ যে সম্মান পায় সেটা তারা বলতে ভুলে যায়।’
বিএনপি ঘুরে-ফিরে মহাখুশিতে আছে দাবি করে কাদের বলেন, ‘আন্দোলন ঘুরেফিরে পথ হারিয়ে পদযাত্রায়। লোকে বলে পতনযাত্রা। বিএনপির আর আশা নেই। পাবলিক নেই। পাবলিক না থাকলে কিসের আন্দোলন?’ এ সময় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘খেলা হবে, তৈরি হয়ে যান।’
সরকার পতনের আন্দোলনের নামে বিএনপির লম্ফজম্প কোথায় গেল? প্রশ্ন তুলে তিনি আরও বলেন, ‘এখন বলে ঘরে আর ফিরবে না। তাহলে কোথায় থাকবেন? আমরাও দেখি কোথায় থাকেন? প্রত্যেকে এয়ারকন্ডিশন বাড়িতে থাকেন। ফখরুল উত্তরা থেকে আবার গুলশান চলে আসছে। এখন দেশনেত্রীর পাশাপাশি এসে গেছে। সব একত্রে লড়াই করেও লাভ নাই। পিপীলিকার পাখা গজায় মরিবার তরে। যে আগুন হাতে নিয়েছেন ওই আগুন দিয়ে আপনাদের হাত পুড়িয়ে দেব। ভাংচুর করতে এলে আপনাদের হাত ভাংচুর করব।’
তিনি বলেন, ‘শেখ হাসিনা বঙ্গবন্ধুর সৈনিক তৈরি করেছেন। তিনি ৪২ বছর ধরে সারাংলায় ঘুরে কষ্ট করে পরিশ্রম করে নির্যাতন সয়ে বার বার ষড়যন্ত্রের শিকার হয়েছেন। কিন্তু মাথা নত করেননি, আপস করেননি। তিনি সদর্পে এগিয়ে গেছেন।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নশীল দেশের মর্যাদা অর্জনের প্রসঙ্গ তুলে ধরে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘তিনি (শেখ হাসিনা) জানেন ষড়যন্ত্র হচ্ছে, চক্রান্ত হচ্ছে। তিনি জানেন, তাকে হঠানোর জন্য এখানে-ওখানে বৈঠক হচ্ছে, গোপন বৈঠক। টাকার ছড়াছড়ি হচ্ছে। সবই তিনি জানেন। কিন্তু তার শক্তির উৎস বাংলাদেশের জনগণ। তার শক্তি বঙ্গবন্ধুর পুষ্পিত আদর্শের অনুসারী আওয়ামী লীগের লাখ লাখ কর্মী। এই কর্মীরাই হচ্ছে আওয়ামী লীগের প্রাণ। তারা জীবন দেবে, কিন্তু মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশকে কারও হাতে তুলে দেবে না।’
শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে আগামী দ্বাদশ জাতীয় নির্বাচনের জন্য শপথ নেওয়ার আহ্বান তিনি বলেন, ‘কয়েকমাস পর নির্বাচন। চা দোকানে বসে একে অন্যের গীবত করছেন। এগুলো বন্ধ করতে হবে। এসিআর শেখ হাসিনার কাছে জমা আছে। এসিআর দেখে তিনি মনোনয়ন দেবেন। নিজে নিজে প্রার্থী হয়ে দলের বিরুদ্ধে বিষোদগার, অপরের তীক্ষ্ম সমালোচনা আর জনগণের কাছে দলের ইমেজ নষ্ট করবেন না।’
তিনি আরও বলেন, ‘সময় বেশি নেই। মাথা ঠাণ্ডা করে চলতে হবে। আক্রমণ কাউকে করবেন না। আক্রান্ত হলে ছাড় দেবেন না। আমরা আক্রমণ করতে যাব না। কিন্তু আক্রান্ত হলে আমরা ছাড়ব না।’
ওবায়দুল কাদের বলেন, ‘ফখরুল সাহেব, মোশাররফ সাহেব ঘরে যাবেন না। শেখ হাসিনাকে হটিয়ে ঘরে ফিরবেন। বিদেশিদের কাছে নালিশ করছেন, আমরা জানি। এখনও চাতক অপেক্ষায় তাকিয়ে আছেন। কখন স্যাংশন আসে। স্যাংশন আসলে শেখ হাসিনা শেষ। আওয়ামী লীগের ক্ষমতা শেষ। নো নো, ইউ আর রং মিস্টার ফখরুল।’
তিনি বলেন, ‘যারা এখন শলা পরামর্শ দিচ্ছে, টাকা দিচ্ছে, ষড়যন্ত্রের পরমর্শ দিচ্ছে- দেখবেন সব শক্তির উপরের হচ্ছে মহান আল্লাহপাক। তারপর দেশের জনগণ। জনগণ যখন ঐক্যবদ্ধ হবে তখন সব অপশক্তি এই মাটিতে পরাজিত হবে, প্রতিহত হবে, পরাভূত হবে। আওয়ামী লীগ সেই শক্তি নিয়েই অপশক্তিকে পরাজিত করবে।’
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, ড. আব্দুর রাজ্জাক, মোস্তফা জালাল মহিউদ্দিন, জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, মাহবুব উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, মির্জা আর্জম, সুজিত রায় নন্দী, উপদফতর সম্পাদক সায়েম খানসহ কেন্দ্রীয় সদস্যরা উপস্থিত ছিলেন।
সভা পরিচালনা করেন প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপ ও উপ-প্রচার সম্পাদক সৈয়দ আব্দুল আউয়াল শামিম। আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফি, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির প্রমুখ।
সারাবাংলা/এনআর/পিটিএম