Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দক্ষিণখানে ট্রেনের ধাক্কায় হাতি নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ মে ২০২৩ ২২:৩৭

ঢাকা: রাজধানীর দক্ষিণখানের কোর্টবাড়ি এলাকায় ট্রেনের ধাক্কায় একটি হাতি নিহত হয়েছে। বুধবার (১৭ মে) দুপুর ২টার দিকে কোর্টবাড়ি এলাকার রেললাইনে এই ঘটনাটি ঘটে।

বিমানবন্দর রেল স্টেশনের পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আলী আকবর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুপুর ২টার দিকে দক্ষিণ খান কোর্টবাড়ি এলাকায় রেললাইনের পাশে দিয়ে হাতিটি হেঁটে যাচ্ছিল। তখন হাতির পিঠে এক ব্যক্তি ছিলেন। এ সময় চট্টগ্রামগামী একটি ট্রেন হাতিটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

এসআই আকবর আরও জানান, প্রায় সময় ঢাকা শহরে হাতি দেখা যায়। তার পিঠে চড়ে মানুষ দোকান থেকে টাকা তুলে থাকে। এরকম একটি হাতি নিয়ে এক ব্যক্তি রেললাইনে পাশ দিয়ে যাচ্ছিল। তখন দুর্ঘটনাটি ঘটে। হাতির মৃতদেহ ঘটনাস্থলে আছে। বর্তমানে তার মালিকদের খোঁজা হচ্ছে।

সারাবাংলা/এসএসআর/পিটিএম

নিহত হাতি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর